সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
১৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ | চ্যানেল খুলনা

১৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

খালিশপুর থানাধীন ১৪ ওয়ার্ড এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন খুলনা-৩ আসনের বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ১৪ নং ওয়ার্ডের মধ্যপাড়া জামে মসজিদের সামনে থেকে গণসংযোগ শুরু করেন তিনি। এসময় তিনি সড়ক বাজারের ব্যবসায়ীদের সাথে হাত মিলিয়ে কোলাকুলি করে সালাম ও শুভেচ্ছা বিনিময় করেন এবং আগামী সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট চান। ব্যবসায়ীরাও তাকে শুভ কামনা জানায়।

এসময় জামায়াত প্রার্থী সাধারণ মানুষের সাথেও শুভেচ্ছা বিনিময় করেন। দলীয় কর্মীরা ব্যবসায়ী ও সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন। এ সময় তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে বাংলাদেশ বেকার মুক্ত করা হবে। তিনি বলেন, পড়া লেখা করে কাউকে ঘরে বসে থাকতে হবে না।

তিনি বলেন, জনগণ জেগে উঠেছে। সাধারণ মানুষও এখন সচেতন। আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লার বিজয় হবে ইনশাআল্লাহ। তিনি আরও বলেন, মানবিক বাংলাদেশ গড়তে জামায়াতে ইসলামীর বিকল্প নেই। অতীতে বহু দল ও মত দেশ পরিচালনা করেছে কিন্তু জাতিকে একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র উপহার দিতে পারেনি। কারণ মানুষের তৈরি আইনে কখনো কল্যাণ আসে না, আসবে না। সৃষ্টি যার, জমিন যার; আইন চলবে তার। জামায়াতে ইসলামী এক আল্লাহর দেওয়া বিধান বাস্তবায়নে কাজ করছে। জামায়াত সরকার গঠন করলে কোনো ব্যক্তি বা দলীয় মতবাদে রাষ্ট্র পরিচালিত হবে না। রাষ্ট্র পরিচালিত হবে আল্লাহর আইনে। তবেই সমাজ থেকে অন্যায়, অনাচার, অপকর্ম দূর হয়ে একটি আলোকিত সমাজ গঠিত হবে।
নগরীর মধ্যপাড়া জামে মসজিদ থেকে গণসংযোগ আরম্ভ হয়ে সরকারি মহিলা কলেজ বাউন্ডারি রোড ও সবুরের মোড় হয়ে মুজগুন্নী ৫ নম্বর রোডে এক সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় ১৪ নং ওয়ার্ডের আমীর মাওলানা মুফতি ইমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি হাফেজ জি এম আব্দুল্লাহর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন মহানগরী মজলিসে শুরা সদস্য ও খালিশপুর থানা আমীর মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

অন্যান্যের মধ্যে মনতাজুর রহমান, নাজিমুদ্দিন সোহাগ, শফিকুল ইসলাম, আবুল কাশেম, শওকত হোসেন, হোসেন আলী, সালমান ফারসী, ইঞ্জি. মইনুল হক, কামাল হোসেন, মাওলানা মোস্তফা কামাল, সিদ্দিক কামাল, এসকেন্দার আলী, মেহেদী হাসান রনি, এডভোকেট শেখ জাকিরুল ইসলাম, আবুল বাশার, আব্দুর রাজ্জাক, আমিনুল ইসলাম, রবিউল ইসলাম আরিফ, বদরুদ্দোজা আল মামুন, কুতুবউদ্দিন রব্বানী, প্রভাষক আব্দুল্লাহ আল মামুনসহ দুই শতাধিক স্থানীয় জনসাধারণের সাথে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগে ১৪ নং ওয়ার্ডের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অধ্যাপক মাহফুজুর রহমানের সাথে স্বতঃস্ফূর্ত সাক্ষাৎ করেন এবং আগামী জাতীয় নির্বাচনে দাঁড়িপাল্লার পক্ষে অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেন।

পথসভায় খুলনা-৩ আসনের এই সংসদ সদস্য প্রার্থী আরও বলেন, দেশের মানুষ ইনসাফের পক্ষে পরিবর্তন চায়। আর তাই তারা জামায়াতে ইসলামীর ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লায় ভোট দিতে উন্মুখ হয়ে আছে।

তিনি তার বক্তব্যে জামায়াতে ইসলামী দেশ পরিচালনার দায়িত্ব পেলে জনগণকে একটি চাঁদাবাজ ও বেকারমুক্ত, সমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার ঘোষণা পুনঃব্যক্ত করেন। তিনি বলেন, জামায়াতে ইসলামী সুখি-সমৃদ্ধ একটি কল্যাণ ও মানবিক রাষ্ট্র গঠন করতে চায়, জামায়াতে ইসলামী ইনসাফ ও ন্যায় বিচারের বাংলাদেশ বিনির্মাণ করতে চায়। মানুষের অধিকার প্রতিষ্ঠা করে বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়তে চায়। দলমত, ধর্ম বর্ণ, জাতি-গোষ্ঠীর বিভাজনের ভিত্তিতে নয়, রাষ্ট্রের কাছে সকলেই নাগরিক হিসেবে সমান মর্যাদা ও অধিকার লাভ করবে। রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো বৈষম্য থাকবে না। তিনি বলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী আল্লাহর আইন বাস্তবায়ন চায় সৎ লোকের শাসন চাই। আমরা দশে পরিচালনার দায়িত্ব পেলে চাঁদাবাজীমুক্ত সমাজ এবং দুর্নীতিমুক্ত দেশ গঠন করবো ইনশাআল্লাহ। তিনি আগামী নির্বাচনে সকল সম্প্রদায়ের সমর্থন কামনা করেন

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

১৪ নং ওয়ার্ডে নির্বাচনী গণসংযোগ ও লিফলেট বিতরণ

সকল সম্প্রদায়ের নাগরিক অধিকার নিশ্চিত করা হবে: মাওলানা আবুল কালাম আজাদ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে কেন্দ্রীয় বিএনপি নেতা রকিবুল ইসলাম বকুল

দলের দুঃসময়ে যারা নিরাপদ দূরত্বে থেকেছে, তারা বিএনপির কেউ না

কুয়েটে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

খুবিতে ডিজিটাল সাংবাদিকতায় এআই টুল ব্যবহার শীর্ষক কর্মশালা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।