চট্টগ্রামের রাউজানে হকিস্টিক দিয়ে পিটিয়ে কৃষক দলের নেতা মুহাম্মদ আজিজুল হকের হাত-পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। বুধবার উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পথেরহাট বাজারের মাদানী মসজিদের সামনে এ ঘটনা ঘটে। ওই নেতার অভিযোগ, সন্ধ্যায় মসজিদ থেকে বের হওয়ার পর মোটরসাইকেল আরোহী ইউসুফ ও ওসমানের নেতৃত্বে একদল দুর্বৃত্ত এ হামলা করেছে। হামলাকারীরা বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান (পদ স্থগিত) গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী।
হামলার শিকার মুহাম্মদ আজিজুল হক (৫৫) ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও জেলা কৃষক দলের সদস্য সচিব। তিনি স্থানীয় একটি বেসরকারি হাসপাতালের পরিচালক।
এ বিষয়ে স্বেচ্ছাসেবক দল নেতা জিম মোরশেদ চৌধুরী বলেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারীরা পরিকল্পিত ভাবে এই হামলা চালিয়েছে।
নোয়াপাড়া ইউনিয়নের বিএনপি নেতা গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হাজী জসিমকে দায়ী করে তিনি বলেন, তার সন্ত্রাসীরা বুধবার সন্ধ্যায় চারটি মোটরসাইকেলে করে এসে আজিজুলকে হকিস্টিক দিয়ে পেটানো শুরু করে। একপর্যায়ে তাঁর হাত-পা ভেঙে দিয়ে তারা পালিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত হাজী জসিমকে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
কৃষক দল নেতা আজিজুল হক বলেন, আমি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা গোলাম আকবর খন্দকারের অনুসারী। এ কারণে তার দলেরই অপর পক্ষের (গিয়াস কাদের গ্রুপ) লোকজন হামলা করেছে।
হামলাকারীরা রাজনীতি ছেড়ে দেওয়ার জন্য হুমকিও দিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, হামলাকারীদের আমি চিনি। আমি তাদের বিরুদ্ধে মামলা করবো।
রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনা শুনেছি। আহত ব্যক্তি থানায় কোনো অভিযোগ দেননি। আমার সঙ্গে এখনও কেউ যোগাযোগ করেননি।