সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৬ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ১লা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট : প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন | চ্যানেল খুলনা

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের বাজেট : প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন

সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম কর্তৃক ২০ জুন, ২০২৩ খ্রি. তারিখে “জাতীয় বাজেট ২০২৩-২৪ শীর্ষক বাজেট পরবর্তী আলোচনা ও সেমিনার” শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম এর অধ্যক্ষ প্রফেসর সুসেন কুমার বড়ুয়া এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উক্ত কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো: আলাউদ্দিন আল আজাদ ও শিক্ষক পরিষদের সম্পাদক মো: আব্দুর রহিম।
উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক, বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন এর পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ইউনিয়ন ব্যাংক লিমিটেড এর চেয়ারম্যান এবং আইসিএমএবি, বাংলাদেশ এর ভাইস প্রেসিডেন্ট প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ।
বাজেট পরবর্তী আলোচনা সভায় ড. সেলিম বলেন, এই বাজেটের মূল স্লােগান হলো স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে স্মার্ট ইকোনমি সৃষ্টির মাধ্যমে ২০৪১ সালের মধ্যে সমগ্র জাতিকে উন্নত ও সমৃদ্ধশালী করা। সে লক্ষ্যে ইতিহাসের সর্বোচ্চ ৭,৬১,৭৮৫/- কোটি টাকার বাজেট মহান জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। করোনা পরবর্তী রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে ভোগ্য পণ্যের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। আবার শিল্প কলকারখানার বিভিন্ন মূলধনী যন্ত্রপাতি ও কাঁচামাল এর অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণে সাপ্লাই চেইন অনেকটা ভেঙ্গে পড়েছে। আমদানী ব্যয় বৃদ্ধির কারণে মুদ্রাস্ফীতির আস্ফালন যেমন ঘটেছে তেমনি অতিরিক্ত আমদানী ব্যয় মেটাতে সরকারকে অতিরিক্ত ডলার ব্যয় করতে হচ্ছে। ঘোষিত বাজেটে মুদ্রাস্ফীতির হার ৬% এবং জিডিপির লক্ষ্যমাত্রা ৭.৫% প্রাক্কলন করা হয়েছে। এ লক্ষ্যে সরকার অত্যাবশ্যকীয়, জনগুরুত্বপূর্ণ এবং প্রায় সমাপ্ত মেগা প্রকল্পগুলো যেমন: ঢাকা-চট্টগ্রাম রেলসংযোগ প্রকল্প, বঙ্গবন্ধু টানেল, মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্প, পায়রা বন্দর, রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র-তে ঘোষিত বাজেটে উন্নয়ন বরাদ্দ বেশি রাখা হয়েছে। তিনি আরো বলেন, সম্প্রতি বাংলাদেশ ব্যাংক কর্তৃক মুদ্রানীতি ঘোষিত হয়েছে যেখানে সরকার কর্তৃক ঘোষিত ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে মুদ্রাস্ফীতি লক্ষ্যমাত্রা ৬% অর্জনে প্রাইভেট সেক্টরে ঋণের প্রবাহ কমিয়ে আনার লক্ষ্যে ৯% সুদের সীমা তুলে দেওয়া হয়েছে। বিবি কর্তৃক ঘোষিত সংকোচনমূলক মুদ্রানীতি ও সরকারের রাজস্বনীতি সঠিকভাবে বাস্তবায়নের মাধ্যমে ঘোষিত বাজেটের সবচে বড় চ্যালেঞ্জ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। তিনি উপস্থিত শিক্ষার্থীদের বর্তমান বাজেটের বিভিন্ন তথ্য উপাত্ত সংগ্রহ এবং বিশ্লেষণের মাধ্যমে নিজেদের জ্ঞানের ভান্ডার সমৃদ্ধ করার জন্য আহ্বান জানান। এছাড়াও উক্ত সেমিনারে প্রশ্নোত্তর পর্বে বাজেট সংক্রান্ত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উক্ত সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কমার্স কলেজ, চট্টগ্রাম এর অধ্যাপক জনাব জেরিন খান ও জনাব মো: আসাদুজ্জামান। এতে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

শ্রমিকবান্ধব রাষ্ট্র প্রতিষ্ঠায় ইসলামী শক্তিকে ক্ষমতায় আনতে হবে – মাওঃ আব্দুল আউয়াল

খুলনা ২ আসনে ইসলামী আন্দোলনের হাতপাখা প্রার্থী মুফতী আমানুল্লাহ’র মতবিনিময় ও গণসংযোগ

খুলনায় অবস্থানরত কয়রা-পাইকগাছাবাসীদের নিয়ে জামায়াতের নির্বাচনী সমাবেশ

খুলনা ২ আসনের হাতপাখা’র প্রার্থী মুফতী আমানুল্লাহ’র বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মতবিনিময়

দুর্নীতি, মাদক ও দুঃশাসনমুক্ত একটি উন্নত ও শান্তিপূর্ণ মডেল শহর গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

কুয়েটে ক্যাশলেস বাংলাদেশ উদ্যোগের বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।