সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ১৩ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২৮শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
স্বামীকে 'সাইজ' করতে বিয়ের পর ধর্ষণ মামলা | চ্যানেল খুলনা

স্বামীকে ‘সাইজ’ করতে বিয়ের পর ধর্ষণ মামলা

বিয়ের পর স্বামীর সাথে সংসার না করতে বাহনার জেরে দায়ের করেছেন ধর্ষণ মামলা। ফলে সামাজিক ভাবে হয়রানির শিকারন হচ্ছেন ওই স্বামী। ঘটনাটি খুলনা সদর থানা এলাকার।

খুলনা সদর থানা সূত্রে জানা যায়, গত ৯ নভেম্বর আদালতের নির্দেশে থানায় মামলাটি গ্রহন করা হয়। তাতে উল্লেখ করা হয়েছে, মোহাম্মদ অসীম জোর পূর্বক যশোর জেলার মনিরামপুর উপজেলার মনোহরপুর গ্রামের সুমাইয়া কবির নামের এক নারীকে ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারি ও চলতি বছরের ১৮ মার্চ দুইবার ধর্ষণ করেছে।

তবে মোহাম্মদ অসীম বলেন, আমরা ২০২৩ সালের ৩০ এপ্রিল দুইজনের সম্মতিতে কাজী রেজিস্টার দ্বারা বিবাহ করেছি। ওই বিয়ের নিকাহনামা ও ২৬ এপ্রিল আদালতের এফিডেভিট আমাদের কাছে সংরক্ষিত আছে।
তিনি বলেন, বিয়ের আগে আমার স্ত্রী নাদিম নামের একটি ছেলের সাথে সম্পর্কে জড়িয়েছিল। বর্তমানে আমারও সেই নাদিমের পাল্লায় পড়ে, সে আমার সাথে সংসার করতে চাইছে না। আমি বহুবার তাকে বুঝিয়ে সংসার টিকিয়ে রাখতে চেষ্টা করছি। তবে সে চলে যেতে চায়। এছাড়া আমার স্ত্রী বিভিন্ন জায়গায় পরকীয় জড়িত।

অসীম বলেন, আমাদের কাবিন নামা ছিল ২ লাখ টাকা। এর মধ্যে ১ লক্ষ টাকা পরিশোধ। কিন্তু সে আমাকে ওই টাকা এখনি পরিশোধ করে তাকে তালাক দিতে চাপ সৃষ্টি করছে। তবে আমার কাছে এত বেশি টাকা না থাকায় তাকে দিতে পারছি না। এরই জেরে সে আমাকে দেখে নেওয়ার হুমকি দিয়েছিল। যার ধারাবাহিকতায় ধর্ষণ মামলা দায়ের করে আমার সামাজিক সম্মান ক্ষুন্ন করার চেষ্টা করছে।
এ প্রসঙ্গে জানতে চাইলে সুমাইয়া কবির কোন প্রশ্নের উত্তর না দিয়ে কল কেটে দেন।

https://channelkhulna.tv/

আইন ও অপরাধ আরও সংবাদ

খুলনায় গ্রেনেড বাবুর অর্থ আদায়কারী গ্রেপ্তার : পিস্তলের কার্তুজ ও নগদ অর্থ উদ্ধার

রূপসায় সাব্বির হত্যা মামলার প্রধান আসামি হাফিজসহ গ্রেপ্তার ৪

খুলনায় ছাত্রলীগের সহ-সভাপতি গ্রেফতার

অবশেষে কুয়েটে মঙ্গলবার থেকে ক্লাস শুরু

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসিসহ ১৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

মিটফোর্ডের ঘটনায় জড়িত সবাইকে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।