সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
স্বর্ণজয়ী ক্রীড়াবিদ পেলেন প্রধানমন্ত্রীর ফ্ল্যাট-টাকা | চ্যানেল খুলনা

স্বর্ণজয়ী ক্রীড়াবিদ পেলেন প্রধানমন্ত্রীর ফ্ল্যাট-টাকা

করোনাভাইরাসের ভ্যাকসিন নেওয়ার কিছুক্ষণ পরেই সচিবালয়ে অন্য দিনের মতো অফিস করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে প্রাক্তন স্বর্ণজয়ী তায়কোয়ান্দোকা শাম্মী আক্তারকে প্রধানমন্ত্রী দেওয়া ফ্ল্যাটের চাবি ও পঁচিশ লাখ টাকার চেক হস্তান্তর করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল।

শাম্মী আক্তার দশম সাউথ এশিয়ান গেমসে তায়কোয়ানদোতে স্বর্ন পদক অর্জন করেন। তার স্বামীর মৃত্যুর পর তিনি সন্তানদের নিয়ে অসহায় জীবন যাপন করছিলেন।  বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে উঠে আসলে তা ক্রীড়া প্রতিমন্ত্রীর নজরে আসে এবং তিনি শাম্মী আক্তারকে তার কার্যালয়ে ডেকে বিস্তারিত খোঁজ খবর নিয়েছিলেন। ক্রীড়া প্রতিমন্ত্রী তাঁর দুরবস্থার খবরটি মাননীয় প্রধানমন্ত্রীকে জানান।

ফ্ল্যাটের চাবি ও চেক গ্রহণকালে আবেগাপ্লুত শাম্মী বলেন, ‘প্রধানমন্ত্রী আমাকে মাথা গোঁজার ঠাঁই করে দিয়েছেন। আমাকে পঁচিশ লাখ টাকা ও একটি ফ্ল্যাট দিয়েছেন। এটি আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন। প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ পাশাপাশি ক্রীড়া প্রতিমন্ত্রীকে অশেষ ধন্যবাদ সার্বিক সহযোগিতার জন্য।’

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘ক্রীড়াবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা সুখে-দুঃখে সবসময় আমাদের খেলোয়াড়দের পাশেই থাকেন। তিনি ক্রীড়াঙ্গনের প্রকৃত অভিভাবক। করোনাকালেও আমরা খেলোয়াড়দের সর্বোচ্চ সহযোগিতা করেছি। আশা করি, ভবিষ্যতেও এই সহায়তা অব্যাহত থাকবে।’

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

ইনজুরির ফাঁকে বান্ধবী নিকোলের সঙ্গে প্রেমে মজেছেন ইয়ামাল

হামজা-শমিতের গোল উদযাপন করেছে তাঁদের ক্লাবও

টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, সাইফের অভিষেক

খালেদ মাসুদ বিসিবি পরিচালক নির্বাচিত

আফিফ–মিঠুনের ঝড়ের পর জিয়ার বোলিং দৃঢ়তা, উড়ছে খুলনা

আফগানিস্তানের বিপক্ষে এতটা অপ্রতিরোধ্য সোহান

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।