সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা সোমবার , ১১ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৭শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী গ্রেফতার | চ্যানেল খুলনা

স্ত্রীর আত্মহত্যার প্ররোচনার দায়ে স্বামী গ্রেফতার

শরীয়তপুরের গোসাইরহাটে স্ত্রী দিপ্তি গোলদার নামে এক এনজিও কর্মীকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে পরিতোষ গাইন নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ এপ্রিল) গোসাইরহাট উপজেলার ধীপুর গ্রামের ভাড়াবাড়ি থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাতে আত্মহননকারী দিপ্তির বড় ভাই বাদী হয়ে পরিতোষের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে গোসাইরহাট থানায় মামলা করেছেন।

গ্রেফতার পরিতোষ গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার শ্রীফলবাড়ি গ্রামের মৃত ঠাকুর চাঁদ গাইনের ছেলে।

মামলায় উল্লেখ করা হয়েছে, গোপালগঞ্জ জেলার রাজৈর থানার কদমবাড়ি গ্রামের ধন্য গোলদারের মেয়ে দিপ্তি ৫ থেকে ৬ বছর যাবত একটি এনজিওতে চাকরি করে আসছেন। ১ বছর দুই মাস আগে পরিতোষের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় দিপ্তির। স্ত্রী গোসাইরহাট শাখায় কর্মরত থাকায় স্থানীয় শামীম হাওলাদারের বাড়িতে ভাড়া থাকতেন তারা।

মামলায় আরও উল্লেখ করা হয়, দিপ্তির স্বামী পরিতোষ গত বছরের জুন মাসে গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার মাদারগঞ্জ গ্রামের রিতা ওঝা নামে অন্য এক তরুণীকে বিয়ে করেন। ঘটনার দিন বুধবার রাত দেড়টার দিকে স্বামী পরিতোষের সঙ্গে বাগবিতণ্ডা হয় দিপ্তির। এ সময় পরিতোষ শারীরিক ও মানষিকভাবে অত্যাচার করে দিপ্তিকে। পরে অত্যাচার সইতে না পেরে রুমে গিয়ে দরজা বন্ধ করে জানালার গ্রিলের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে দিপ্তির রুমের দরজা বন্ধ দেখেন পরিতোষ। এ সময় দরজা ধাক্কা দিতে থাকেন তিনি। পরে মোবাইলে কল দিয়ে যোগাযোগ করতে না পেরে জানালা দিয়ে দেখেন গ্রিলের সঙ্গে ঝুলে আছেন দিপ্তি।

পরে স্থানীয়দের সহযোগিতায় গোসাইরহাট থানায় খবর দিলে পুলিশ এসে দিপ্তির মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠায়।

পরে ওই রাতেই দিপ্তির বড় ভাই বাদী হয়ে পরিতোষকে আসামি করে গোসাইরহাট থানায় আত্মহত্যা প্ররোচনা মামলা করেন। শুক্রবার পরিতোষকে আত্মহত্যার প্ররোচনা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠায় পুলিশ।

গোসাইরহাট থানার ওসি মো. মাকসুদ আলম জানান, আত্মহত্যার প্ররোচনার অভিযোগে একটি মামলা নেওয়া হয়েছে। মামলায় পরিতোষকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

বরিশালে গৃহবধূকে দলবদ্ধ ধর্ষণের দায়ে ৪ জনের মৃত্যুদণ্ড

উখিয়ায় নিখোঁজের ১৯ ঘণ্টা পর স্কুলছাত্রের লাশ উদ্ধার

স্ত্রীর মৃত্যুর ১১ ঘণ্টার মাথায় মারা গেলেন স্বামী

মাদ্রাসাছাত্রীকে তুলে রেস্তোরাঁয় নিয়ে ধর্ষণ, প্রধান আসামি গ্রেপ্তার

থানায় ঢুকে পুলিশের ওপর হামলা, সাবেক শিবির নেতা আটক

জুলাই শহীদের কন্যাকে ধর্ষণ: দুই আসামির ১৩ বছর ও একজনকে ১০ বছরের কারাদণ্ড

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।