সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৫ই আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ২০শে সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সেবা কার্যক্রমে কোনরকম দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না : কেসিসি মেয়র | চ্যানেল খুলনা

সেবা কার্যক্রমে কোনরকম দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না : কেসিসি মেয়র

খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক বলেছেন, নগরীর দরিদ্র জনগোষ্ঠীর জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আমরা আন্তরিকতার সাথে কাজ করছি। এজন্য নগর মাতৃসদন ও আরবান ক্লিনিকগুলিকে গতিশীল করা হয়েছে। স্বাস্থ্যসেবা প্রাপ্তিকে মানুষের মৌলিক অধিকার হিসেবে উল্লেখ করে তিনি বলেন, সেবা কার্যক্রমে কোনরকম দুর্নীতি ও অনিয়ম বরদাশত করা হবে না। হতদরিদ্ররা যাতে সহজে চিকিৎসাসেবা গ্রহণ করতে পারে সে বিষয়ে আরো মনোযোগী হওয়ার জন্য তিনি দায়িত্বশীলদের নির্দেশ দেন।

সিটি মেয়র আজ মঙ্গলবার সকালে নগরীর খাীলশপুরস্থ নগর মাতৃসদনে রেড-কার্ড বিতরণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। খুলনা সিটি কর্পোরেশনের সহযোগিতায় বেসরকারি সংস্থা এ্যাডামস এ অনুষ্ঠানের আয়োজন করে।

উল্লেখ্য, কেসিসি’র তত্ত্বাবধানে পরিচালিত আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রকল্প-২ এর আওতায় প্রকল্প এলাকার ৮টি ওয়ার্ডের (৭, ৮, ৯, ১০, ১১, ১৩, ১৪ ও ১৫ নং ওয়ার্ড) ৭ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে রেড-কার্ড বিতরণ করা হচ্ছে। রেড-কার্ড প্রাপ্তরা আরবান ক্লিনিক ও নগর মাতৃসদন থেকে বিনামূল্যে প্রাথমিক চিকিৎসাসেবা গ্রহণ করতে পারবেন। খুলনা সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে এ্যাডমস এ কর্মসূচি বাস্তবায়ন করছে। অনুষ্ঠানে সিটি মেয়র প্রকল্পভুক্ত কয়েকটি পরিবারের সদস্যদের হাতে রেড-কার্ড তুলে দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন।

সংস্থার নির্বাহী পরিচালক এস এম আলী আসলাম-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না, কাউন্সিলর মোঃ মনিরুজ্জামান, শেখ মোসারফ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মুন্সি আব্দুল ওয়াদুদ, এস এম খুরশীদ আহম্মেদ টোনা, মোঃ সুলতান মাহমুদ, মোঃ ডালিম হাওলাদার ও সংরক্ষিত আসনের কাউন্সিলর পারভীন আক্তার। স্বাগত বক্তৃতা করেন কেসিসি’র প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ কে এম আব্দুল্লাহ। অন্যান্যের মধ্যে কেসিসি’র স্বাস্থ্য কর্মকর্তা ডা. স্বপন কুমার হালদার, আরবান প্রাইমারী হেলথ কেয়ার সার্ভিসেস ডেলিভারী প্রজেক্টের মনিটরিং এন্ড কোয়ালিটি এ্যাসুরেন্স অফিসার মাকসুদুর রহমানসহ প্রকল্পের সুবিধাভোগীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

খুলনা মহানগর আরও সংবাদ

সাবেক যুবদল নেতা মাসুদ ছুরিকাঘাতে গুরুতর আহত

বিআরটিএ খুলনার কার্যক্রম সম্পর্কিত গণশুনানি অনুষ্ঠিত

খালিশপুর পৌর সুপার মার্কেট ব্যবসায়ী সমিতির নির্বাচন পরিচালনা কমিটি গঠন

‘ক্লাইমেট স্মার্ট ওয়াশ সিস্টেম ইন খুলনা সিটি কর্পোরেশন’ শীর্ষক প্রকল্পের সভা

খুলনা সদর থানার সাবেক ওসি কারাগারে: ডিম ও পচা আম নি‌ক্ষেপ

জিয়াউর রহমানের বাংলাদেশী জাতীয়তাবাদ আমাদের প্রেরণা জোগায়

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।