মানব সেবামূলক সংগঠন ‘জোসেফিয়ান শিক্ষা-স্বাস্থ্য প্রণোদনা’-এর বার্ষিক সাধারণ সভা -২০২৫ শনিবার খুলনাস্থ বিএমএ ভবন অডিটোরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। দেশ ও বিদেশে অবস্থানরত খুলনা সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়-এর প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে গঠিত এই সংগঠন সমাজের অনগ্রসর ও দুস্থ মানুষের শিক্ষা ও স্বাস্থ্য সেবায় নিরলসভাবে কাজ করে চলেছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের পরিচালক (অ্যাডমিন) ও ব্যাচ-১৯৮১ এর প্রাক্তন ছাত্র জনাব সাবিবুর রহমান জিয়া।
সভার উদ্বোধন করেন সেন্ট জোসেফস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব আলফ্রেড রনজিত মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন তৌহিদ আহমেদ নিশার (ব্যাচ-১৯৮১)।
বিগত বছরের কার্যক্রম ও অঙ্গীকারঃ
সভায় সংগঠনের বিগত এক বছরের কর্মকাণ্ডের প্রতিবেদন পেশ করেন জনাব মোঃ মিজানুর রহমান খান ডিকেন (ব্যাচ-১৯৮২)। প্রতিবেদনে শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে গৃহীত বিভিন্ন উদ্যোগের সফল বাস্তবায়নের চিত্র তুলে ধরা হয়।
সংগঠনের লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন শাহ্ আরাফাত রাহীব (ব্যাচ-২০০৮)। তিনি জানান, আগামী পাঁচ বছরের মধ্যে খুলনা জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে এবং আগামী দশ বছরের মধ্যে খুলনা বিভাগের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে এই সেবা পৌঁছে দেওয়া এবং সমাজের সকল স্তরে স্বাস্থ্য সচেতনতা ও সেবামূলক কাজ বিস্তৃত করাই সংগঠনের প্রধান লক্ষ্য।
বার্ষিক সাধারণ সভায় অগ্রজ জোসেফিয়ানদের মধ্যে উপস্থিত থেকে সভাটিকে আলোকিত করেন- জনাব নিরঞ্জন কুমার বিশ্বাস (ব্যাচ-১৯৬৩), জনাব আবদুল্লাহ হোসেন বাচ্চু (ব্যাচ-১৯৬৫, অ্যাডভোকেট, জজ কোর্ট, খুলনা) এবং জনাব জালাল উদ্দিন রুমি (ব্যাচ-১৯৭২, অ্যাডভোকেট, জজ কোর্ট, খুলনা)। তাঁদের মূল্যবান পরামর্শ ও দিকনির্দেশনা সংগঠনের ভবিষ্যৎ পথচলায় অনুপ্রেরণা যোগাবে।
‘জোসেফিয়ান শিক্ষা-স্বাস্থ্য প্রণোদনা’-এর ব্রত হলো, স্বাস্থ্য ও শিক্ষার মতো মৌলিক অধিকার বঞ্চিত সম্ভাবনাময় শিক্ষার্থীবৃন্দের পাশে থেকে সুশিক্ষিত জাতি গঠনে ভূমিকা রাখা। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এখন থেকে প্রতি বছর সাধারণ সভায় ব্যাচ-১৯৬৬ থেকে শুরু করে নিম্ন ক্রমানুসারে পাঁচ ব্যাচের প্রাক্তন জোসেফিয়ানবৃন্দকে সম্মানিত ও মূল্যায়ন করা হবে। উল্লেখ্য এ বছর বার্ষিক সাধারণ সভার পূর্বে ১৯৫২ সাল থেকে ১৯৬৫ সাল পর্যন্ত প্রাক্তন জোসেফিয়ান দের সঙ্গে যোগাযোগ করা হয় এবং ১৫ জনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। সংগঠনের পরিচালক (অ্যাডমিন) জনাব সাবিবুর রহমান জিয়া দেশ ও বিদেশে বসবাসকারী সকল জোসেফিয়ান বৃন্দকে এই মহৎ, মানবিক প্রয়াসের সাথে ঐক্যবদ্ধ হয়ে সম্পৃক্ত হওয়ার জন্য আন্তরিক আহ্বান জানান।