সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা মঙ্গলবার , ২৯শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ১৪ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সুন্দরবনে আগ্নেয়াস্ত্র, ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাসহ আটক ২ | চ্যানেল খুলনা

সুন্দরবনে আগ্নেয়াস্ত্র, ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাসহ আটক ২

সুন্দরবন সংলগ্ন শ্যামনগর থেকে দুটি দেশীয় আগ্নেয়াস্ত্র, দুটি ককটেল ও অস্ত্র তৈরীর সরঞ্জামাদীসহ দুই সন্ত্রাসীকে আটক করেছেন মোংলা কোস্ট গার্ড পশ্চিম জোন সদস্যরা। মঙ্গলবার (২১ জানুয়ারি) রাতে তাদেরকে আটক করে পশ্চিম জোন সদর দপ্তরে আনা হয়।

আটককৃত সন্ত্রাসীরা হলো, মো. মাসুম বিল্লাহ (৪৫) ও মো. শফিউল্লাহ খাঁ (৩০)। এদের বাড়ী সাতক্ষীরার শ্যামনগর থানার ঘাগরামারি গ্রামে।

কোস্ট গার্ড পশ্চিম জোন (মোংলা সদর দপ্তর) মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মুনতাসির ইবনে মহসিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ১১টার দিকে কোস্ট গার্ড ও পুলিশ শ্যামনগর থানার গাগরামারি এলাকায় যৌথ অভিযান চালানো হয়।

ওই সময় অভিযানকারীরা যৌথ বাহিনীর উপস্থিতি বুজতে পেরে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে তাদের আটক করে। পর তাদের দেয়া তথ্য মতে ঘটনাস্থল থেকে দুটি অবৈধ দেশীয় একনালা পাইপ গান, দুটি ককটেল, একটি দেশীয় অস্ত্র ও অস্ত্র তৈরীর সরঞ্জামসহ দুই সন্ত্রাসীকে আটক করে যৌথ বাহিনী।

কোস্ট গার্ড এ কর্মকর্তা আরো বলেন, যাদের আটক করা হয়েছে, তারা এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাদের বিরুদ্ধে এলাকার অসহায় মানুষের ঘের দখল, মাছ লুট, চাঁদাবাজী, হামলা, মারধর ও সন্ত্রাসী কার্যকলাপের বহু অভিযোগ রয়েছে। তাই এসকল সন্ত্রাসীদের অস্ত্রসহ আটক করে আইনের কাছে সোপর্দ করা হয়েছে। তবে এরকম অভিযোগ বা সন্ত্রাসী কর্মকান্ড দমনের ব্যাপারে কোস্ট গার্ড সর্বদাই প্রস্তুত রয়েছে। যার অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রসহ আটককৃত সন্ত্রাসীদের শ্যামনগর থানায় হস্তান্তর করা হয়েছে।

https://channelkhulna.tv/

বাগেরহাট আরও সংবাদ

ফকিরহাটে ইয়াবা, গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককারবারী গ্রেপ্তার

ফকিরহাটে দুর্যোগ ও আশ্রয়ন কেন্দ্র পরিদশর্নে উপদেষ্টা ফারুক-ই- আজম বীর প্রতীক

ফকিরহাটে ভূমিদস্যু ও অবৈধ ক্যাসিনো সিন্ডিকেটের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ফকিরহাটে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৫ পালন

ফকিরহাটে জলাশচিতলমারীতে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার মতবিনিময় সভা অনুষ্ঠিত

ফকিরহাটে জলাশয়ে ৮৩৭ কেজি মাছের পোনা অবমুক্ত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।