সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় নির্বাহী সংসদ কর্তৃক মাস্টাররোল ও আউটসোর্সিং কর্মচারীদের বেতনের সমস্যা নিরসনসহ সাত দফা দাবি আদায়ে চলমান কর্মসূচির অংশ হিসেবে খুলনা সড়ক ও জনপথ বিভাগ (সওজ)’র নির্বাহী প্রকৌশলীর নিকট স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সড়ক ও জনপথ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বেলা ১২ টায় খুলনা জেলখানাঘাটস্থ নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে সংগঠনের নেতৃবৃন্দ এ স্মারকলিপি প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের খুলনা জেলা সংসদের সভাপতি গোলাম মোস্তফা রনি, সিনিয়র সহ-সভাপতি মোঃ শামীম আহসান, সহ-সভাপতি মোঃ মজিবর রহমান, মোঃ ইদ্রিস আলী, সুব্রত কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক মীর আব্দুল জব্বার, যুগ্ম সাধারণ সম্পাদক মইনুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক শেখ খায়রুল আলম, সাংগঠনিক সম্পাদক মীর আসলাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক মল্লিক মুজাহিদুল ইসলাম, কোষাধ্যক্ষ মাজেদুর রহমান তুহিন, দপ্তর সম্পাদক ওয়াদুদ খানসহ সংগঠনের নেতৃবৃন্দ ও অস্থায়ী কর্মচারীবৃন্দ।