সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ২৩শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাতক্ষীরা সীমান্তে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ | চ্যানেল খুলনা

সাতক্ষীরা সীমান্তে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করেছে বিএসএফ

সাতক্ষীরার পৃথক দু’টি সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে নারী ও শিশুসহ ১৮ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

শনিবার (২১ জুন) সন্ধ্যায় শ্যামনগরের কৈখালী সীমান্তের কালিন্দী নদীতে অনুষ্ঠিত পতাকা বৈঠকে নারী ও শিশুসহ একই পরিবারের চারজন ও একই দিন বিকালে সাতক্ষীরার কুশখালী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে আরো ১৪ জনকে ফেরত পাঠানো হয়। ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন এলাকা থেকে সেদেশের পুলিশ এসব বাংলাদেশীদের আটক করে বিএসএফ এর কাছে তুলে দেয়।

ফেরত আসা বাংলাদেশিরা হলেন, সাতক্ষীরার আশাশুনি উপজেলার গদাইপুর গ্রামের আব্দুস সালাম সরদারের ছেলে মোঃ নুর আলম (৩৬), তার স্ত্রী আয়েশা খাতুন (২৬) এবং তাদের দুই কন্যা লাবিবা খাতুন (০৬) ও লামিয়া খাতুন (১৬ মাস) এবং ঢাকার কামরাঙ্গীরচর থানার মাদ্রাসা গলির বাবু মিয়ার মেয়ে মারিয়া আক্তার, সেলিম মিয়ার মেয়ে নুসরাত জাহান, সাতক্ষীরার পাটকেলঘাটা থানার নগরঘাটা গ্রামের বিমল কৃষ্ণ মন্ডলের মেয়ে রাণী মন্ডল, দেবাশীষ মন্ডলের মেয়ে রিয়া মন্ডলসহ ১৮ জন।

বিজিবি সূত্র জানায়, শনিবার (২১ জুন) সন্ধ্যায় শ্যামনগরের কৈখালী সীমান্তের কালিন্দী নদীর শূন্যরেখা এলাকায় বিএসএফ ও বিজিবির মধ্যে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের মাধ্যমে নুর আলমসহ চারজনকে ফেরত দেওয়া হয়। পরে তাদের শ্যামনগর থানায় হস্তান্তর করে বিজিবি।

ফিওে আসা নুর আলম জানান, আড়াই বছর আগে বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে চিকিৎসার জন্য তারা ভারতের কেরালা শহরে যান। চিকিৎসা দীর্ঘ মেয়াদী হওয়ায় তিনি পরিবার নিয়ে সেখানেই ছিলেন। এসময় তাদের ভিসার মেয়াদ শেষ হওয়ায় তারা সেখানে অবৈধ হয়ে যায়। পরে তারা অবৈধ পথে বাংলাদেশের প্রবেশের জন্য ভারতের শমশেরনগর সীমান্ত এলাকায় অবস্থান নেয়। এসময় বিএসএফ তাদের আটক করে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, নাগরিকত্ব যাচাই-বাছাই করার পর তাদেরকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে শনিবার (২১ জুন) বিকালে সাতক্ষীরার কুশখালী সীমান্তে অনুষ্ঠিত পতাকা বৈঠকে ১৪ বাংলাদেশি নাগরিককে বিজিবির কাছে হস্তান্তর করে বিএসএফ। পতাকা বৈঠকে ভারতের পক্ষে উপস্থিত ছিলেন আমুদিয়া বিএসএফ ক্যাম্পের কমান্ডার বিকাশ কুমার। বাংলাদেশের পক্ষে অংশ নেন কুশখালী বিজিবি ক্যাম্পের কমান্ডার হাছিবুর রহমান।

সাতক্ষীরা ৩৩ বিজিবির মিডিয়া কর্মকর্তা মিলন হোসেন জানান, হস্তান্তর হওয়া ১৪ বাংলাদেশি দেশের বিভিন্ন জেলার নাগরিক। তারা বিভিন্ন সময় ভারতে অবৈধভাবে প্রবেশ করে সেখানে বসবাস করছিলেন।

ভারতীয় পুলিশ ও বিএসএফ তাদের বিভিন্ন রাজ্য থেকে আটক করে। পরে নিয়মিত প্রক্রিয়ার অংশ হিসেবে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। পরে বিজিবি ১৪ জনকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করে।

তিনি আরো জানান, এ ধরনের যৌথ পতাকা বৈঠক ও হস্তান্তর প্রক্রিয়া দুই দেশের সীমান্তবর্তী এলাকার শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শামিনুল ইসলাম বলেন, বিজিবির মাধ্যমে থানায় হস্তান্তর করা ১৪ বাংলাদেশিকে যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের জিম্মায় দেওয়া হবে।

https://channelkhulna.tv/

সাতক্ষীরা আরও সংবাদ

শেখ হাসিনার বহরে হামলা মামলা সাবেক এমপি হাবিবসহ সব আসামির খালাস

সাতক্ষীরা শহরের ভাড়া বাসা থেকে যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তালায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

তালায় নারকেল গাছে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

তালায় সোনা চোরচালালের ভাগাভাগির দ্বন্দে হত্যার চেষ্টা, আটক ৩

বয়স্ক পঙ্গু মোমতাজ সানাকে হুইলচেয়ার উপহার দিল আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।