সাতক্ষীরায় শহরের একটি ভাড়া বাসা থেকে তাসলিমা আক্তার হিরা (১৯) নামে তৈরি পোশাক শোরুমের স্টাফ এক যুবতীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে শহরের পলাশপোল এলাকার একটি ভাড়া বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
তাসলিমা আক্তার হিরা যশোরের বাগআঁচড়া গ্রামের শাজাহান আলীর মেয়ে। তিনি শহরের পশু হাসপাতাল মোড় এলাকার অ্যাডলিব শোরুমে কাজ করতেন। তিনি প্রায় এক মাস আগে শহরের পলাশপোল এলাকায় একটি ভাড়া বাসায় উঠেছিলেন। বাড়ির মালিক মাসুম বিল্লাহ শুভ বলেন হিরা আমার বাসায় এক মাস ধরে আছেন। তিনি অ্যাডলিব শোরুমে চাকুরি করতেন। বিস্তারিত তথ্য শোরুম থেকেই জানা যাবে।
তাসলিমার ভাবি মোবাইল ফোনে জানান, চাকুরির কারণে হিরা সাতক্ষীরায় ভাড়া থাকতো। তার বাবা-মা যশোরে আছেন। এর আগে নাভারণে থাকতো। আমরা খবর পেয়ে সাতক্ষীরায় রওনা দিয়েছি।
অ্যাডলিব শোরুমের ম্যানেজার আতিয়ার রহমান বলেন, হিরা আমাদের স্টাফ ছিলেন। আজ তার অফ ডে ছিল। সে সকালে বলেছিল যশোর যাবে, তাই আমরা খোঁজ নেইনি। বিকেল ৪টার দিকে বাড়ির মালিক এসে জানালে তার গলায় দড়ি দেয়র বিষয়টি আমরা জানতে পারি। এরপর আমাদের একজন স্টাফ গিয়ে ফায়ার সার্ভিসকে খবর দেয়। তারা গিয়ে দরজা ভেঙে মরদেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান এবং পুলিশকে খবর দেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হক বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।