সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২১শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাকিব ছাড়াই জয় মোহামেডানের | চ্যানেল খুলনা

সাকিব ছাড়াই জয় মোহামেডানের

সাকিব আল হাসান কাণ্ডের পর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ ঘিরে বাড়তি আকর্ষণ। মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক ৩ ম্যাচ নিষিদ্ধ হওয়ায় সাদাকালো শিবিরের দিকেই যেন নজর সবার। তবে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে ম্যাচ হওয়ায় করোনাভাইরাসের কারণে সেখানে দর্শক থেকে সাংবাদিক, কারও প্রবেশে অনুমতি নেই। তবুও চোখ ছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। কারণ সরাসরি সম্প্রচারের ব্যবস্থা রেখেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

বিকেএসপিতে আজ (রোববার) ওল্ড ডিওএইচএসের মুখোমুখি হয়েছিল সাকিববিহীন মোহামেডান। যেখানে বৃষ্টি আইনে ৯ রানে জয় পায় সাদাকালোরা। ম্যাচে আগে ব্যাট করে ইরফান শুক্কুরের ব্যাটিং ঝড়ে নির্ধারিত ২০ ওভার শেষে স্কোর বোর্ডে ১৫৯ রানের সংগ্রহ পায় মোহামেডান। যেখানে ৫ রান পেনাল্টি থেকে আসে।

পরে ওল্ড ডিওএইচএসের ইনিংসের ১৪তম ওভারে বৃষ্টি নামলে তাদের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১২৫ রান। যেখানে ১১৫ রানে থামে ওল্ড ডিওএইচএসের ইনিংস। এতে ৯ রানে জয় পায় মোহামেডান।

ডিপিএলের আগে সাত রাউন্ডের মধ্যে নিজেদের প্রথম ৩ ম্যাচে টানা জয় পায় মোহামেডান। পরের তিন ম্যাচে ঘুরে যায় ভাগ্য। এবার টানা তিন ম্যাচে হার। সপ্তম রাউন্ডে ঘটে যায় অনাকাঙ্ক্ষিত ঘটনা। আবাহনীর বিপক্ষে সাকিব কাণ্ডের পরেও জয় তুলে নেয় সাদাকালোরা। সে ম্যাচের পরেই নিষিদ্ধ হন সাকিব। আজ তারা ওল্ড ডিওএইচএসের বিপক্ষে আগে ব্যাট করতে নামে। ওপেনিং জুটিতে ভালো শুরু পায় মোহামেডান, তুলে ফেলে ৩৬ রান।

দুই ব্যাটসম্যান পারভেজ হোসেন ইমন ১৪ ও আব্দুল মাজিদ ২৯ রান করে আউট হলে দলের হাল ধরেন উইকেটরক্ষক ব্যাটসম্যান শুক্কুর। তিন নম্বরে নেমে ৪২ বলে ৬৮ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন তিনি। যেখানে ৩টি চারের পাশাপাশি ৫টি ছক্কা হাঁকান শুক্কুর। সঙ্গে শামসুর রহমানের ১৭ ও নাদিফ চৌধুরীর ১৪ রানের কল্যাণে নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৯ রান তোলে মোহামেডান।

১৬০ রানের লক্ষ্য টপকাতে নেমে আনিসুল ইসলাম ইমন ও রাকিন আহমেদের ভর করে ভালো শুরু পায় ওল্ড ডিওএইচএসও। তবে সেটি ধরে রাখতে পারেনি তারা। ইমন ২৩ ও রাকিন ১৭ রান করে আউট হলে ইনিংস বড় করতে ব্যর্থ হন মাহমুদুল হাসান জয় ও রায়ান রহমান। পরে ওল্ড ডিওএইচএসের ইনিংসের ১৪তম ওভারে বৃষ্টি নামলে তাদের লক্ষ্য দাঁড়ায় ১৬ ওভারে ১২৫ রান। সেটি টপকাতে ব্যর্থ হয় ওল্ড ডিওএইচএস।

১৬ ওভার শেষে ওল্ড ডিওএইচএসের সংগ্রহ থামে ১১৫ রানে। এতে ৯ রানে জয় পায় মোহামেডান। সাদাকালোদের হয়ে ভারপ্রাপ্ত অধিনায়ক শুভাগত হোম বল হাতে ২ উইকেট নেন।

https://channelkhulna.tv/

খেলাধুলা আরও সংবাদ

চট্টগ্রামে তামিমের হাতেই শেষ আয়ারল্যান্ড, সিরিজ বাংলাদেশের

খুলনায় প্রীতি ক্রিকেট ম্যাচে মর্ডান টাওয়ারের দুর্দান্ত জয়

ব্রুনাইয়ের জালে ৮ গোল বাংলাদেশের

১৩৭ বছরের পুরোনো বাড়ি ১৯৫ কোটি টাকায় কিনলেন কামিন্স

আসিফের মন্তব্যে নিন্দা জানিয়ে বিসিবিকে বাফুফের চিঠি

নিরাপদে থাকুক বাংলাদেশের প্রতিটি মা, বোন ও মানুষ: জাহানারা ইস্যুতে তাইজুল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।