সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৭ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩০শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সাইক্লোনে সুন্দরবন ঢালের ন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের রক্ষাকবচ হিসেবে কাজ করে | চ্যানেল খুলনা

জাতীয় কমিটির পথসভায় বক্তারা

সাইক্লোনে সুন্দরবন ঢালের ন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের রক্ষাকবচ হিসেবে কাজ করে

চ্যানেল খুলনা ডেস্কঃসুন্দরবন রক্ষায় ৭ দফা সুপারিশ বাস্তবায়ন ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবিতে সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি, খুলনা জেলা শাখার পক্ষ থেকে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় রূপসা ফেরীঘাট চত্বরে পথসভা অনুষ্ঠিত হয়। কমিটির জেলা আহ্বায়ক এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় আরও বক্তৃতা করেন কমিটি, জেলা সদস্য সচিব এড. মোঃ বাবুল হাওলাদার, সিডিপি’র এস এম ইকবাল হোসেন বিপ্লব, এস এম দেলোয়ার হোসেন, এড. নাসরীন আক্তার মিতা, খুলনা উন্নয়ন আন্দোলনের চেয়ারম্যান শেখ মোঃ নাসির উদ্দিন, সিপিবি’র নগর কমিটির সদস্য নিতাই পাল, যুব ইউনিয়নের জেলা সভাপতি এড. নিত্যানন্দ ঢালী, এম এ সবুর রানা, এম মোস্তফা কামাল, আনোয়ারা পারভীন আক্তার পরী, শিরিনা পারভীন, ফিরোজ আলী, সুজন মজুমদার, শাহজাহান মুরাদ, আব্দুল গনি, মোঃ শাহজাহান শিকদার প্রমুখ। পথসভা শেষে নেতৃবৃন্দ উক্ত এলাকায় সংগঠনের ৭ দফা সুপারিশ সম্বলিত প্রচারপত্র বিলি করেন।
পথসভায় বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনজনিত ক্রমবর্ধমান প্রাকৃতিক দুর্যোগ বিশেষ করে সাইক্লোনে সুন্দরবন ঢালের ন্যায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলের রক্ষাকবচ হিসেবে কাজ করে। সিডর-আইলার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছে সুন্দরবন। তার উপর সর্বশেষ সাইক্লোন বুলবুল বিশেষ করে এ বনের উপকূলীয় অঞ্চলে ব্যাপক ধক্ষংসযজ্ঞ চালিয়েছে।
বক্তারা বলেন প্রাকৃতিক বন প্রাকৃতিক কারণে ক্ষতিগ্রস্ত হলে নিজস্ব অভিযোজন ক্ষমতা দ্বারা তার ক্ষতিপূরণ করতে পারে। কিন্তু মনুষ্য সৃষ্ট ক্ষতিগ্রস্ত হলে তা সহজে কাটিয়ে উঠতে পারে না বা দীর্ঘ সময় নিজেকে টিকিয়ে রাখতে পারে না। একদিকে উজানের আন্তর্জাতিক নদীসমূহের অধিকাংশ নদীতে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত-মিয়ানমার বাঁধ দিয়ে মিষ্টি পানির প্রবাহে বাধা সৃষ্টি করেছে। ফলশ্র“তিতে মিষ্টি ও লবণ পানির আনুপাতিক মিশ্রণে সৃষ্টি হওয়া ম্যানগ্রোভ বনের নদীনালার পানিতে লবণ বেড়ে যাওযায় সুন্দরবন নানামুখী ক্ষতির সম্মুখীন হচ্ছে। অন্যদিকে সুন্দরবনের উপর নির্ভরশীল জনগোষ্ঠীর নিয়ম ভেঙ্গে সম্পদ আহরণ।
বক্তারা সরকার, সংশ্লিষ্ট দপ্তর, বনের উপর নির্ভরশীল জনগোষ্ঠী, সংশ্লিষ্ট এলাকার সর্বস্তরের মানুষকে সুন্দরবন রক্ষায় সচেতন ও ইতিবাচক ভূমিকা পালনের আহ্বান জানান।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

আমিরাত থেকে ফিরলেন ক্ষমা পাওয়া আরও ২৭ জন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।