দৈনিক কালান্তর পত্রিকার বার্তা সম্পাদক ও দৈনিক আমার সংবাদের খুলনা প্রতিনিধি মোঃ বেল্লাল হোসেন সজলের নানা আব্দুল মালেক শিকদার ইন্তেকাল করেছেন। রোববার (২৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪ টায় খালিশপুর নিজ বাসস্থানে তিনি ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী, দুই পুত্র, পাঁচ মেয়ে, আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
খালিশপুরের আরাবিয়া জামে মসজিদ মাঠে আসর বাদ জানাজা শেষে গোয়ালখালী কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। তিনি পটুয়াখালী জেলার শ্রীরামপুর গ্রামে জন্মগ্রহণ করেন।-খবর বিজ্ঞপ্তি