
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজের সহকারী মহাসচিব, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সাবেক সহ-সভাপতি, খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও দৈনিক আমার দেশ এর খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওনের পিতা বিশিষ্ট ব্যবসায়ী এস এম ইয়াকুব আলীর (৭৫) আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি (শুক্রবার) রূপসা স্ট্যান্ড রোডস্থ দাদা ম্যাচ কাদেরিয়া জামে মসজিদে জুম্মাবাদ পরিবারের পক্ষ থেকে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুর রহমান সাইফ। দোয়ায় খুলনা মহানগর বিএনপির সাবেক সভাপতি সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু, সভাপতি এডভোকেট এস এম শফিকুল আলম মনা, সেকেন্দার জাফর উল্লাহ খান সাচ্চু, অধ্যক্ষ তারিকুল ইসলাম, তরিকুল ইসলাম জহির, মেহেদী হাসান দিপু, জামায়াত নেতা হেমায়েত হোসেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক গাজী আলাউদ্দিন আহমদ, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন (এমইউজে) খুলনার সভাপতি মো. রাশিদুল ইসলাম, খুলনা প্রেসক্লাবের সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, এমইউজে খুলনার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক রানা, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল হাসান হিমালয়, নির্বাহী সদস্য কে এম জিয়াউস সাদাত, সিনিয়র সাংবাদিক আতিয়ার পারভেজ, মাহবুবুর রহমান মুুন্না, আলমগীর হান্নান, আমিরুল ইসলাম, ড. ফোরকান আলী, স ম গোলাম মোস্তফা, মাশরুর মুর্শেদ, কামরুল হোসেন মনি, আবুল হাসান শেখ, সেলিম গাজী, ইমরান হোসেন, ওবায়দুর রহমান পলাশ, ফেরদৌস রহমান, মনিরুজ্জামান মোড়ল, আজাদুল হক আজাদ, এস এম মোস্তাফিজুর রহমান পারভেজ, ওসমান কবীর, ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, কবি সৈয়দ আলী হাকিমসহ শত শত মুসল্লী অংশ নেন। পরে মরহুমের নিজ বাসভবনেও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কেডিএ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আলমগীর হোসাইন।
উল্লেখ্য, গত বুধবার খুলনা আলিয়া কামিল মাদরাসা ময়দান ও গ্রামের বাড়ি শাহপুর নূরানিয়া হাফেজিয়া মাদরাসা প্রাঙ্গনে দুই দফা জানাজা শেষে এস এম ইয়াকুব আলীকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। ১৩ জানুয়ারি (মঙ্গলবার) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে খুলনা মহানগরী শেরে বাংলা রোডস্থ সুরক্ষা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তিকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত ৯ জানুয়ারি (শুক্রবার) বিকেলে তিনি হৃদরোগে আক্রান্ত হলে দ্রুত এই হাসপাতালে ভর্তি করা হয়।


