সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৩১শে শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৫ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় খুলনায় দোয়া ও মাহফিল | চ্যানেল খুলনা

সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় খুলনায় দোয়া ও মাহফিল

সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) আসরের নামাজ শেষে খুলনা প্রেস ক্লাবে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়া মাহফিলে মামুন রেজা স্মরণে বক্তব্য রাখেন খুলনা মহানগর বিএনপির সভাপতি শফিকুল আলম মনা,প্রেস ক্লাবের আহ্বায়ক এনামুল হক,এখন টিভির ব্যুরো প্রধান তরিকুল ইসলাম, চ্যানেল টুয়েন্টিফোরের ক্যামেরা পার্সন জাকারিয়া হোসেন তুষার, আজকের পত্রিকার প্রতিনিধি কাজী শামীম আহমেদ, সময় টেলিভিশেনের সিনিয়র চিত্র সাংবাদিক নেয়ামুল হোসেন কচি, মানবজমিনের ব্যুরো প্রধান রাশেদুল ইসলাম, যমুনা টেলিভিশনের প্রতিবেদক প্রবীর বিশ্বাস ও সময় টেলিভিশনের প্রতিবেদক বেল্লাল হোসেন সজল।সংগঠনের সভাপতি মোস্তফা জামাল পপলুর সভাপতিত্বে দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি। আলোচনা শেষে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন খুলনা প্রেস ক্লাব জামে মসজিদের ইমাম মাওলানা ইউসুফ হাবীব।

এছাড়া উপস্থিত ছিলেন সিনিয়র সাংবাদিক হাসান আহমেদ মোল্লা,সোহরাব হোসেন,আতিয়ার পারভেজ,রকিব উদ্দীন পান্নু,লিয়াকত হোসেন,আমিরুল ইসলাম,মোহাম্মদ অসিম,ইয়সিন আরাফাত রুমি,অভিজিৎ পাল,তরিকুল ইসলাম ডালিম,আব্দুল্লাহ আল মামুন রুবেল,আশরাফুল ইসলাম নূর,জাহিদুল ইসলাম, তানজীম আহমেদ,রামিম চৌধুরী, হাসানুর রহমান তানজীর,নূরুল আমিন,মাশরুর মোর্শেদ, এস এম মিলন, আবুল বাশার, প্রমুখ।

প্রয়াত মামুন রেজা সমকাল খুলনা ব্যুরো প্রধান ও চ্যানেল টোয়েন্টিফোর-এর আঞ্চলিক প্রধান প্রতিবেদক ছিলেন। পাশাপাশি তিনি খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে সংগঠনের ভিত্তি গড়ে দেন।

অনুষ্ঠানে সাংবাদিকরা বলেন, মামুন রেজা ছিলেন খুলনার সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি সাংবাদিকতার আদর্শ ও নৈতিকতা নিজের জীবনে ধারণ করে নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করেছেন। খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির পক্ষ থেকে জানানো হয়, মামুন রেজার রেখে যাওয়া আদর্শ, নিষ্ঠা ও কর্মযাত্রা আগামীতেও সংগঠনের সদস্যদের পথ দেখাবে।

https://channelkhulna.tv/

শোক আরও সংবাদ

রাজধানীর উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের ঘটনায় খুবি উপাচার্যের শোক

খুবির এফডব্লিউটি ডিসিপ্লিনের অবসরপ্রাপ্ত শিক্ষক প্রফেসর ড. মোঃ আব্দুর রহমানের ইন্তেকাল

সাংবাদিক মামুন রেজার আত্মার মাগফিরাত কামনায় খুলনায় দোয়া ও মাহফিল

সাংবাদিক মামুন রেজার মৃত্যুতে সিলেট মাল্টিমিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের শোক

এমইউজে খুলনার সদস্য এম এ জলিলের বোনের ইন্তিকালে এমইউজে ও বিএফইউজের শোক

ফকিরহাটে জিয়াউর রহমান’র শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।