
বাংলাদেশ বেতারের মহানগর প্রতিবেদক, দৈনিক আমার সংবাদে এর জেলা প্রতিনিধি ও দৈনিক জন্মভূমির স্টাফ রিপোর্টার মো: নুরুল আমিন (নূর) এর বড় ভাই মো: আল আমিন খান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল মাত্র ৩৪ বছর।
শনিবার (২৯ নভেম্বর) রাত সাড়ে ৯ টায় নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। রোববার জোহরবাদ খালিশপুর বায়তুল ফালাহ্ জামে মসজিদে জানাযার নামায শেষে গোয়ালখালি কবরস্থানে দাফন করা হয়।
তিনি দীর্ঘ প্রায় ১০ বছর যাবৎ কিডনি জটিলতা রোগে ভুগছিলেন। তার মৃত্যুতে পরিবার, আত্মীয়-স্বজন এবং শুভাকাঙ্ক্ষীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমআল-আমিন অত্যন্ত সজ্জন ও সদালাপী ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ১০ বছর বয়সী এক ছেলে সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
বিভিন্ন সাংবাদিক ও সামাজিক মহল গভীর শোক প্রকাশ করেছে। মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করা হয়েছে।


