সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন | চ্যানেল খুলনা

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন

খুলনা প্রেসক্লাবের স্থায়ী সদস্য ও সংবাদ প্রতিদিন পত্রিকার খুলনা ব্যুরো প্রধান ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ প্রেসক্লাব চত্বরে আনা হয়। সেখানে খুলনা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রথমে শ্রদ্ধা নিবেদন করা হয়। খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, কার্যনির্বাহী সদস্য, শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূরসহ ক্লাবের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এছাড়া এ সময় সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন খুলনা সাংবাদিক ইউনিয়ন(কেউইজে), খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটি (কেটিআরইউ), খুলনা প্রেসক্লাব মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটি, বাংলাদেশ বিপ্লবী কমিউনিস্ট লীগ খুলনা জেলা কমিটি, বাংলাদেশ বামপন্থী গণফ্রন্টসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন ক্লাবের সদস্য এইচ এম আলাউদ্দিন, মো. রাশিদুল ইসলাম, অমিয় কান্তি পাল, তরিকুল ইসলাম, মোঃ মোস্তফা সরোয়ার, আনোয়ারুল ইসলাম কাজল, মোঃ জাহিদুল ইসলাম, কাজী শামীম আহমেদ, এ এইচ এম শামিমুজ্জামান, রকিব উদ্দিন পান্নুু, মো: সোহরাব হোসেন, বিমল সাহা, শেখ মাহমুদ হাসান সোহেল, শেখ আল এহসান, এস এম নূর হাসান জনি, মোঃ হেদায়েৎ হোসেন মোল্লা, শেখ কামরুল আহসান, এহতেশামুল হক শাওন, আব্দুর রাজ্জাক রানা, খলিলুর রহমান সুমন, আতিয়ার পারভেজ, মো. রকিবুল ইসলাম মতি, এস এম আমিনুল ইসলাম, প্রবীর কুমার বিশ্বাস, সুমন আহমেদ, দীলিপ কুমার বর্মন, মোঃ নাজমুল হাসান, শেখ জাহিদুল ইসলাম, মোঃ বেল্লাল হোসেন সজল, মো. হেলাল মোল্লা, দীপংকর রায়সহ ক্লাবের অস্থায়ী সদস্য সদস্যবৃন্দ ও অন্যান্য সাংবাদিকবৃন্দ।

খুলনা প্রেসক্লাব চত্বরে সাংবাদিক ও সর্বস্তরের জনসাধারণের শ্রদ্ধা নিবেদন শেষে মরহুমের মরদেহ প্রেসক্লাবের সামনে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এরপর নগরীর খালিশপুর গোয়ালখালী কবরস্থানে মরুহমের দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য রবিবার (৩১ আগষ্ট) রাতে সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহ রূপসা সেতুর ২ নং পিলারের বেজমেন্ট থেকে উদ্ধার করে পুলিশ। এদিকে তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব রফিউল ইসলাম টুটুল, কার্যনির্বাহী সদস্য শেখ দিদারুল আলম, মোঃ মিজানুর রহমান মিলটন, কৌশিক দে, আহমদ মুসা রঞ্জু ও আশরাফুল ইসলাম নূর প্রমুখ।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

কুয়েট সাংবাদিক সমিতির যাত্রা শুরু

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে খুলনা বিএনপির বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন

কেডিএকে লাল কার্ড, শিপইয়ার্ড সড়কে ধানের চারা রোপণ করে নিসচার প্রতিবাদ

খুলনার জেলা প্রশাসকের সাথে এনসিপি খুলনা মহানগর ও জেলার সৌজন্য সাক্ষাৎ

ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচন, এমন কোন শক্তি নেই নির্বাচন বন্ধ করতে পারে

সাংবাদিক ওয়াহেদ-উজ-জামান বুলুর মরদেহে পুষ্পমাল্য অর্পণ করে শেষ শ্রদ্ধা নিবেদন

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।