
খুলনার দিঘলিয়ায় অবস্থিত ঐতিহ্যবাহী সরকারি এম এ মজিদ ডিগ্রী কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) বেলা ১১ টায় কলেজ প্রাঙ্গনে অনুষ্ঠিত এ নবীন-বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুল জব্বার। উদযাপন কমিটির আহ্বায়ক প্রভাষক জিএম শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এ নবীন বরণ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া এমএ মজিদ মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ রিজাউল ইসলাম, দিঘলিয়া দক্ষিণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শফিকুল ইসলাম লিটন, ওয়াইএম এ ক্লাবের যুগ্ম আহবায়ক মোঃ আব্দুল্লাহ আল মামুন নিপুন, সদস্য সচিব জাসেদ কবির জুয়েল।
অনুষ্ঠানের বক্তৃতা করেন কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক এসএম নাসির উদ্দিন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে কলেজের শিক্ষার্থীদের পরিবেশনায় এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।


