সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ২রা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শিক্ষা ছাড়াও আত্ম উন্নয়ন কর্মজীবনে প্রত্যাশিত সাফল্যের জন্য অপরিহার্য : প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন | চ্যানেল খুলনা

শিক্ষা ছাড়াও আত্ম উন্নয়ন কর্মজীবনে প্রত্যাশিত সাফল্যের জন্য অপরিহার্য : প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদের ব্যুরো অব বিজনেস রিসার্চ (বিবিআর) গত ২৪ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার ‘বিদেশে উচ্চতর অধ্যয়ন: অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্য প্রেক্ষিত’ শীর্ষক এক ওয়েবিনারের আয়োজন করে। বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি) পরিচালনা পর্ষদ ও বিবিআর’র চেয়ারম্যান প্রফেসর ড. মো: সেলিম উদ্দিন এফসিএ, এফসিএমএ’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ ওয়েবিনারে অস্ট্রেলিয়ার ইউনিভার্সিটি অব টেকনোলজি, সিডনীর সিনিয়র প্রভাষক ড. মো: মারুফ হোসেন চৌধুরী এবং যুক্তরাজ্যের টেসিড ইউনিভার্সিটির প্রভাষক ড. মো: নাজমুল ইসলাম এ বিষয়ক ভিন্ন দুটি প্রবন্ধ উপস্থাপন করেন।

সভাপতির বক্তব্যে ড. সেলিম বলেন, করোনা মহামারীতে সারা পৃথিবীতে অনুন্নত এবং উন্নয়নশীল দেশগুলো শিক্ষার ক্ষেত্রে উন্নত দেশগুলোর তুলনায় অধিকতর ক্ষতিগ্রস্থ হয়েছে। তাই বিদেশে পড়াশোনা বর্তমান সময়ে অধিকতর গুরুত্ব পাচ্ছে। এসময় তিনি কিছু পরিসংখ্যান তুলে ধরে বলেন, ২০১৯ সালে সারা পৃথিবীতে বিদেশে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা ছিল ৬০ লক্ষ। ২০০০ সালে এর সংখ্যা ছিল মাত্র ২০ লক্ষ। এর এক তৃতীয়াংশ যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং যুক্তরাজ্যে পড়াশোনা করেন। ২০১৯ সালে বাংলাদেশ থেকে মোট ৪৪,৩৩৮ জন শিক্ষার্থী বিদেশে পড়াশোনার ড়ি জমান। এজন্য পার মধ্যে যুক্তরাষ্ট্রে ৮১১২ জন, যুক্তরাজ্যে ২৬৪৫ জন, অস্ট্রেলিয়াতে ৬১৯১জন, মালয়েশিয়াতে ৬৯০৪ জন, কানাডায় ৩৭৩৫ জন এবং জার্মানীতে ২৯২০ জন গমন করেন। ড. সেলিম আরো বলেন, শিক্ষা পদ্ধতি, নির্বাচিত দেশের ভাবমূর্তি, প্রত্যাশিত চাকুরী, ভবিষ্যত কর্মজীবন, পড়াশোনার কৌশল, যাবতীয় সুযোগ সুবিধার বিষয়গুলো বিদেশে অধ্যয়নের সিদ্ধান্ত গ্রহণের জন্য গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে থাকে।
এসময়ে ড. সেলিম আরো বলেন, দেশ বিদেশে শিক্ষা গ্রহণের সাথে সাথে সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে আত্ম উন্নয়নের অনবরত প্রচেষ্টাই কর্মজীবনে সাফল্য এনে দিবে এবং স্বপ্ন, শিক্ষা ও আত্ম উন্নয়ন অনেক সময় কল্পণাতীত সাফল্যের মূল ধারক ও বাহক। বিবিআর পরিচালক প্রফেসর ড. এম এম সোহরাব উদ্দিন-এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ ওয়েবনিয়ারে দেশ বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, ছাত্র-ছাত্রী ও অন্যান্যরা সংযুক্ত ছিলেন।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

খুলনায় শহিদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনা সভা

শহীদ বুদ্ধিজীবী দিবসে এমইউজে খুলনার আলোচনা সভা

কুয়েটে যথাযোগ্য মর্যাদায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খুবিতে যথাযোগ্য মর্যাদায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত

নির্বাচন বানচাল করার উদ্দেশ্যেই ওসমান হাদীর ওপর পরিকল্পিতভাবে হামলা করা হয়েছে

শরিফ ওসমান বিন হাদীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: মঞ্জু

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।