সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
শিক্ষার্থীদের অন্তর্নিহিত শক্তি ও অসীম সম্ভাবনা জাগিয়ে তোলাই শিক্ষকের সার্থকতা : উপাচার্য | চ্যানেল খুলনা

খুবিতে ‘ইন্সপিরেশন এন্ড বন্ডিং উইথ কেমিস্ট্রি’ শীর্ষক অনুষ্ঠান

শিক্ষার্থীদের অন্তর্নিহিত শক্তি ও অসীম সম্ভাবনা জাগিয়ে তোলাই শিক্ষকের সার্থকতা : উপাচার্য

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনা বিশ্ববিদ্যালয়ের রসায়ন ডিসিপ্লিনের উদ্যোগে ‘ইন্সপিরেশন এন্ড বন্ডিং উইথ কেমিস্ট্রি’ (রসায়নের সাথে অনুপ্রেরণা এবং বন্ধন) শীর্ষক বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আচার্য জগদীশচন্দ্র বসু একাডেমিক ভবনের সাংবাদিক লিয়াকত আলী মিলনায়তনে এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
রসায়ন ডিসিপ্লিন প্রধান প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তৃতা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান। তিনি বলেন শিক্ষার্থীদের মধ্যে যে অন্তর্নিহিত শক্তি ও অসীম সম্ভাবনা রয়েছে তা জাগিয়ে তোলাই শিক্ষকের সার্থকতা। শিক্ষক যদি উপযুক্ত ছাত্র তৈরি করতে পারে তা হলে সেখানেই তাঁর সাফল্য। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন লেখা-পড়ার মধ্যে বা অন্য যে কোনো কাজের মধ্যে যদি আনন্দ খুঁজে পাওয়া যায় তা হলে সে কাজে নিশ্চিতভাবে সাফল্য অর্জিত হয়। তিনি রসায়নের মতো একটি মৌলিক ও জীবনের সাথে সম্পর্কযুক্ত বিষয়ে শিক্ষা-গবেষণার মাধ্যমে বহুমুখী কর্মক্ষেত্রে সাফল্যের সাথে কাজ করার সোপান গড়ে তোলার আহ্বান জানান।
এ সময় বিশেষ অতিথি বক্তৃতা করেন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুলের ডিন প্রফেসর ড. উত্তম কুমার মজুমদার, সহকারী ছাত্রবিষয়ক পরিচালক তালুকদার রাসেল মাহমুদ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডিসিপ্লিনের সিনিয়র শিক্ষক প্রফেসর ড. মোঃ রেজাউল হক। অনুষ্ঠানে রসায়নের গ্রাজুয়েটদের বিভিন্ন ক্ষেত্রে পেশাগত সম্ভাবনার দিক তুলে ধরে পাওয়ার পয়েন্টে উপস্থাপনা করেন ডিসিপ্লিনের সহকারী অধ্যাপক ড. জামিল আহমেদ। এ সময় রসায়ন ডিসিপ্লিনে বর্ষ ভিত্তিক সর্বোচ্চ জিপিএ অর্জনকারী ৫ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সম্মাননা ক্রেস্ট প্রাপ্তরা হলেন ১ম বর্ষের সৌরভ কুমার দাস, ২য় বর্ষের ইভানা সুলতানা, ৩য় বর্ষের মোঃ আরিফুল ইসলাম, ৪র্থ বর্ষের তিশা রাণী সাহা এবং ১৬ ব্যাচের ৪ বছরের ফলাফল মূল্যায়নভিত্তিক সর্বোচ্চ সিজিপিএ অর্জনকারী শামসুন্নাহার মুন। এ ছাড়া ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক কায়কোবাদ মোহাম্মদ রেজাউল করিম পিএইচডি প্রোগ্রাম সম্পন্ন করে ডিসিপ্লিনে যোগদান করায় তাকে ফুল দিয়ে অভিনন্দন জানানো হয়। অনুষ্ঠানে সংশ্লিষ্ট ডিসিপ্লিনের শিক্ষক ও শিক্ষার্থী এবং পুরস্কৃত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।