কুষ্টিয়ার কুমারখালীতে নিপীড়নের অভিযোগে মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। রোববার নন্দলালপুর ইউনিয়নের পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদ্রাসায় যৌন নিপীড়নের ঘটনা ঘটে।
শিশুটি তার অভিভাবককে জানায়। পরে সোমবার রাতে কুমারখালী থানায় মামলা করেন শিশুটির মা। অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।
অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পাংশা উপজেলার কালীতলা এলাকার বন্দের আলীর ছেলে শেখ সাদী (২২)। তিনি পুরাতন চড়াইকোল দারুল উলুম মাদ্রাসায় শিক্ষক হিসেবে কর্মরত।
ভুক্তভোগী ছাত্রের মা জানান, রোববার দুপুরে মাদ্রাসার শিক্ষক শেখ সাদী তার ছেলেকে নিজ কক্ষে ডেকে নিয়ে যৌন নিপীড়ন করেন। শিশুটি প্রচণ্ড ভয় পেয়ে বাড়িতে এসে প্রথমে তার ভাইকে জানায় এবং পরবর্তীতে তিনিও জানতে পারেন। বিষয়টি স্থানীয়দের জানালে সবার পরামর্শে সোমবার রাতে তিনি বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কুমারখালী থানায় মামলা করেন। অভিযুক্ত মাদ্রাসাশিক্ষক পূর্বেও এমন অপকর্ম করেছেন বলে জানান তিনি। তিনি সঠিক বিচার দাবি করেন।
কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সোলায়মান শেখ জানান, মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে যৌন নিপীড়নের ঘটনায় শিক্ষার্থীর মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মাদ্রাসাশিক্ষককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।