আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তা, আইন-শৃঙ্খলা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকালে কেএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে এ সভা হয়। সভায় সভাপতিত্ব করেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ।
সভায় তিনি বলেন, দুর্গাপূজার প্রতিমা নির্মাণকালীন, পূজার দিনগুলোতে এবং প্রতিমা বিসর্জনের সময় সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রতিটি পূজা মণ্ডপে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি নিজস্ব স্বেচ্ছাসেবক নিয়োগ করে নিরাপত্তা জোরদার করার আহ্বান জানান তিনি। একই সঙ্গে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার তথ্য দ্রুত কেএমপি কন্ট্রোল রুম, জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা সংশ্লিষ্ট থানার ওসিকে জানানোর অনুরোধ করেন। তিনি আরও বলেন, “খুলনা মেট্রোপলিটন পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে যাতে দুর্গোৎসব নির্বিঘ্ন ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়।”
মতবিনিময় সভায় কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, খুলনা মহানগর পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল হালদার, সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার কুন্ডু, খুলনা মহানগর হিন্দু বৌদ্ধ ও খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের সভাপতি সুজনা জলি, বিভিন্ন থানা পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক এবং খুলনা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।