সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২৮শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
শরিফ ওসমান বিন হাদীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: মঞ্জু | চ্যানেল খুলনা

শরিফ ওসমান বিন হাদীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: মঞ্জু

জুলাই গণঅভ্যুত্থান কেন্দ্রিক প্লাটফর্ম ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলা প্রকৃতপক্ষে বাংলাদেশের ওপরই হামলা উল্লেখ করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, এটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়। নির্বাচন তফসিল ঘোষিত হয়েছে ১০ তারিখ। তার পরদিনই বাংলাদেশের একজন সম্ভাব্য জাতীয় সংসদ সদস্য হিসেবে পদপ্রার্থীর ওপরে প্রাণনাশের হামলা, এটা একটা পেশাদার, প্রফেশনাল খুনির কাজ। আমরা ঐক্যটা দেখাতে চাই, ফ্যাসিবাদ ও সন্ত্রাসবিরোধী জাতীয় ঐক্যটাই হবে আমাদের সবচেয়ে বড় শক্তি। এর মাধ্যমেই আমরা এ ধরনের জাতীয় সংকট রুখতে পারব।

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিএনপি কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলা ও গুলি বষর্ণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনের ধানের শীষের প্রার্থী সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু’র নেতৃত্বে অনুষ্ঠিত হয়েছে।

বিক্ষোভ মিছিলটি নগরীর খান এ সবুর রোডস্থ বাংলাদেশ ব্যাংকের সামনে থেকে পিকসার প্যালেস মোড় হয়ে ডাকবাংলা, চেম্বার ভবন হয়ে ডাকবাংলা চত্বরে এসে শেষ হয়। এসময় সংক্ষীপ্ত বক্তৃতায় সাবেক এমপি নজরুল ইসলাম মঞ্জু আরও বলেন, ওসমান হাদি জীবন- মৃত্যুর সন্ধিক্ষণে আছে, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। আল্লাহর কাছে প্রার্থনা করি যেন তিনি তাকে (হাদিকে) জীবিত রাখেন, বাঁচিয়ে রাখেন, সুস্থতা দেন। তিনি এসব হামলার সঙ্গে জড়িতদের অবিলম্বে আইনের আওতায় আনা ও কঠোর শাস্তি নিশ্চিত করার আহবান জানান। বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জাফরউল্লাহ খান সাচ্চু, কাজী মো. রাশেদ, অধ্যাপক আরিফুজ্জামান অপু, মাহবুব কায়সার, নজরুল ইসলাম বাবু, আসাদুজ্জামান মুরাদ, মেহেদী হাসান দিপু, আনোয়ার হোসেন, ইউসুফ হারুন মজনু, নিয়াজ আহমেদ তুহিন, একরামুল হক হেলাল, শামসুজ্জামান চঞ্চল, শেখ জামিরুল ইসলাম জামিল, শমসের আলী মিন্টু, ইশহাক তালুকদার, রবিউল ইসলাম রবি, মেজবাহ উদ্দিন মিজু, মহিউদ্দিন টারজান, আব্দুল মতিন, নাসির খান, এইচ এম আসলাম হোসেন, মাহবুব হোসেন, মেশকাত আলী, রিয়াজুর রহমান, মনিরুল ইসলাম মাসুম, ইকবাল হোসেন, আলমগীর হোসেন আলম, শামীম খান, মাসুদ খান বাদল, সাইমুন ইসলাম রাজ্জাক, এড. ওমর ফারুক বনি, আলমগীর ব্যাপারী, মাজেদা খাতুন, নাজমুল হক মুকুল, শহিদুল ইসলাম লিটন, ডা. ফারুক হোসেন, সুলতান মাহমুদ সুমন, শামীম আশরাফ, জাহাঙ্গীর হোসেন, এ আর রহমান, মোল্লা আলী আহমেদ, আব্দুল্লাহ আল মামুন, মিজানুর রহমান, মোহাম্মাদ আলী, হুমায়ুন কবির, শরিফুল ইসলাম সাগর, শাকিল আহমেদ, ফিরোজ আহমেদ, কামরুল আলম খোকন, মাওলানা আব্দুল গফ্ধসঢ়;ফার, আল আমিন তালুকদার প্রিন্স, সেলিম বড় মিয়া, মুশফিকুর রহমান অভি, রাজিবুল আলম বাপ্পি, তালেব মোল্লা, আবু দাউদ খান, মাহমুদুল হাসান মুন্না, জাহান আলী, মোহাম্মাদ আলী মিঠু, জাহিদুল ইসলাম খোকন, সজল আকন নাসিব, এস এম মাহমুদ, আসাদ সানা, পারভেজ মোড়ল, আবুল হোসেন, জামান চৌধুরী, লুৎফুন নাহার লাভলী, জুয়েল রহমান, নাজমা বেগম, লাকি সুলতানা, শফিউদ্দিন আহমেদ প্রমুখ।

https://channelkhulna.tv/

প্রেস রিলিজ আরও সংবাদ

শরিফ ওসমান বিন হাদীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে: মঞ্জু

খুবি উপকেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুলনায় জাতীয় ছাত্রশক্তির জেলা কমিটি ঘোষণায় তীব্র প্রতিবাদ

একটি দল চাঁদাবাজি-টেন্ডারবাজির টাকা ব্যবহার করে ভোট কেনার প্রস্তুতি নিচ্ছে: সাদ্দাম

হাদিস পার্কে মানুষের ঢল: খালেদা জিয়ার সুস্থতার আশায় কাঁদল খুলনা

কুয়েট অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ২০২৬

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।