সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
লিপ ডে’‌তে গুগলের ডুডল | চ্যানেল খুলনা

লিপ ডে’‌তে গুগলের ডুডল

চ্যানেল খুলনা ডেস্কঃ ২৯ ফেব্রুয়ারি, এই দিনটির জন্য অপেক্ষা করতে হয় চার বছর। ২০২০ সাল অধিবর্ষ হওয়ায় ৩৬৫ দিনের বদলে ক্যালেন্ডারে রয়েছে ৩৬৬ দিন। এই অতিরিক্ত দিনকেই বলা হয় ‘লিপ ডে’‌। দিনটিকে কেন্দ্র করে ডুডল প্রকাশ করেছে গুগল।
গুগল সার্চ-এ গেলে দেখা যাচ্ছে গুগল নামটিকে তিনটি ভিন্ন রঙে লেখা হয়েছে। সবুজ, হলুহ ও গোলাপি এই তিনটি রঙে ইংরেজি অক্ষরে গুগল কথাটি লেখা। তার মাঝে গোলাপি রঙে ২৮, ২৯ ও ১ তারিখ লেখা। গুগলের একটি হলুদ ‘ও’ এর মাঝে পিঙ্ক অর্থাৎ গোলাপি রঙে লেখা আছে ২৯ তারিখ। ইংরেজি ২৯ সংখ্যা দুটিকে দুটি মানুষের আদল দেয়া হয়েছে। উপরে হাসির ইমোজি আর নিচে এক জোড়া পা দিয়ে বোঝানো হয়েছে অতিরিক্ত একটি দিন এসে গেছে। এর ঠিক পরই ১ সংখ্যা দিয়ে বোঝানো হয়েছে মার্চের এক তারিখ।
বাঙালি জাতি হিসেবে আমাদের নিজস্ব বর্ষপঞ্জি রয়েছে। সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে, দৈনন্দিন জীবনে ইংরেজি বর্ষপঞ্জিই বেশি ব্যবহার করা হয়। যেটিকে আমরা সাধারণ অর্থে ইংরেজি বর্ষপঞ্জি হিসেবে অভিহিত করি, সেটি মূলত গ্রেগরীয় বর্ষপঞ্জি। এ বর্ষপঞ্জির প্রতি মাসই হয় ৩০ দিনে, নয়তো ৩১ দিনে। ব্যতিক্রম কেবল ফেব্রুয়ারি। মাত্র ২৮ দিনেই সম্পন্ন হয় ফেব্রুয়ারি মাসটি। আর প্রতি চার বছর অন্তর অধিবর্ষ (লিপ ইয়ার) এলে, দিনের সংখ্যা বেড়ে ২৯ হয়।

কোনো বিশেষ দিন, ঘটনা, অর্জন বা বিখ্যাত কোনো ব্যক্তির জন্ম – মৃত্যুবার্ষিকী স্মরণ করতে গুগল তাদের হোম পেজে লোগোর পরিবর্তে ব্যবহার করে শিল্পসম্মত লোগো; যাকে গুগল ডুডল বলা হয়।

https://channelkhulna.tv/

তথ্য প্রযুক্তি আরও সংবাদ

চাঁদের বুকে ‘ঘুমিয়ে পড়েছে’ চন্দ্রযান

সোশ্যাল মিডিয়া স্ক্রল করে সময় নষ্টের জন্য নয় : জাকারবার্গ

দেশে টেকনোলজি এক্সপার্ট গড়তে বুয়েটে অ্যাডভান্স কম্পিউটিং ল্যাব প্রতিষ্ঠা করা হবে: পলক

অব্যবহৃত ডাটা যোগ হওয়ার প্যাকেজ ১৫ মার্চ থেকে কার্যকর

অব্যবহৃত ডেটা-টকটাইম নতুন প্যাকেজে যোগ হবে ১৫ মার্চ থেকে

ফেসবুক-ইউটিউব-ওটিটিতে আসছে বিধিনিষেধ

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।