
আগামী নির্বাচনে যদি জনগণ আমাকে তাদের মূল্যবান ভোটে জয়যুক্ত করে। তাহলে আমি ব্যক্তিগত ও রাষ্ট্রীয় উদ্যোগে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবো বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা-৩ আসনে ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল।
তিনি অত্যন্ত দৃঢ়তার সাথে ঘোষণা করেন যে, খুলনার শিল্প ঐতিহ্যকে আধুনিকায়ন এবং নতুন বিনিয়োগের পরিবেশ তৈরি করতে পারলে এটি কোনো অসম্ভব লক্ষ্য নয়। সোমবার খুলনা মহানগরীর ৫ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় আয়োজিত ধারাবাহিক পথসভা ও গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
সোমবার (২৬ জানুয়ারি) ৫ নং ওয়ার্ডে এলাকাবাসীর আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও খুলনা ৩ আসনের ধানের শীষের প্রার্থী রকিবুল ইসলাম বকুল ।
খুলনার শিল্পাঞ্চল ও এর অর্থনৈতিক গুরুত্বের কথা স্মরণ করিয়ে দিয়ে বকুল বলেন, বর্তমান সময়ে তরুণ প্রজন্মের সবচেয়ে বড় সংকট হলো বেকারত্ব।বেকারত্ব কেবল একজন ব্যক্তির সমস্যা নয় বরং এটি একটি অভিশাপ যা পুরো সমাজ ও পরিবারকে পঙ্গু করে দেয়।
তিনি আর ও উল্লেখ করেন, নির্বাচিত হতে পারলে তার মেয়াদের শুরু থেকেই পরিকল্পিত শিল্পায়ন এবং কারিগরি শিক্ষার প্রসারের মাধ্যমে এই অভিশাপ থেকে সমাজকে মুক্ত করার সর্বাত্মক চেষ্টা চালাবেন। তার এই সুনির্দিষ্ট প্রতিশ্রুতি উপস্থিত হাজারো নেতা-কর্মী ও সাধারণ মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে।
তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, ধানের শীষের জয় হলে খুলনার মেহনতি মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটবে। প্রতিটি ঘরে ঘরে উন্নয়নের সুফল পৌঁছে দেওয়া হবে। পরিশেষে তিনি আগামী ১২ ফেব্রুয়ারি সকলকে ঐক্যবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে যাওয়ার এবং গণতন্ত্র রক্ষার লড়াইয়ে শামিল হওয়ার আহ্বান জানান।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী শেখ মোঃ আব্দুল মান্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ চৌধুরী শফিকুল ইসলাম হোসেন, সাবেক চেয়ারম্যান মীর কায়েছেদ আলী, দৌলতপুর থানা নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক শেখ মোশাররফ হোসেন, বিশিষ্ট শিল্পপতি সিআইপি শেখ ফারুক হোসেন, বিজেএ চেয়ারম্যান খন্দকার আলমগীর কবির।
এছাড়া আরো উপস্থিত ছিলেন দৌলতপুর থানা বিএনপির সভাপতি মুর্শিদি কামাল, সাধারণ সম্পাদক শেখ ইমাম হোসেন, ইমাম মুফতি নাজমুল হাসান, বিশিষ্ট ব্যবসায়ী আকুঞ্জি হারুন রশিদ।
দৌলতপুর থানার ৫ নং ওয়ার্ডে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে আয়োজিত দোয়া মাহফিল ও পথসভাগুলোতে থানা বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা কর্মী উপস্থিত ছিলেন।


