সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ৯ই শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৪শে জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
রূপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার | চ্যানেল খুলনা

রূপসায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

খুলনার রূপসা উপজেলায় অস্ত্রসহ আওয়ামী লীগের ৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুলাই) সকাল সাড়ে ১১টায় উপজেলার ৫নং ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামের একটি ঘের থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ম্যাগজিনসহ একটি বিদেশি পিস্তল, কাঠের বাটসহ লম্বা ২৪ ইঞ্চি একটি রামদা, একটি স্টিলের তৈরী চাকু উদ্ধার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ঘাটভোগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিপুন দাশ (৪১) , ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য নৃপেন মহলী (৪১) ও জয়বাংলা ব্রিগেড সৈনিক লীগের থানা সেক্রেটারি অভিজিৎ মহান্ত (৩০) ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার ২১ জুলাই সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে রূপসা থানা পুলিশ সংবাদ পায় কয়েক ব্যক্তি উপজেলার ঘাটভোগ ইউনিয়নের ডোবা গ্রামে নিরীহ জনগণকে অস্ত্র দেখিয়ে মারধর করেছে। সংবাদ পেয়ে রূপসা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান সঙ্গীয় অফিসার ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে দুষ্কৃতিকারীদের গ্রেপ্তারের জন্য এলাকায় অভিযান চালায় ।

পুলিশ রাত ব্যাপী অভিযান চালিয়ে ২২জুলাই সকালে নিশ্চিত হয় যে দুষ্কৃতিকারীরা ডোবা গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার ভিতরে বিলের মধ্যে মৎস্য ঘেরের বাসায় অবস্থান করছে। পরে পুলিশ ও জনতার সহায়তায় কৌশলে তাদের আটক করা হয়। এ সময় তাদের হাত থেকে রামদা, চাকু উদ্ধার করে আসামীদেরকে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে একপর্যায়ে তারা তাদের হেফাজতে আগ্নেয়াস্ত্র রাখার কথা স্বীকার করে।

রূপসা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহফুজুর রহমান জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি ইউনিয়ন আওয়ামী লীগের সেক্রেটারি এবং পলাতক ঘাটভোগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অস্ত্রধারী ক্যাডার। তারা বিভিন্ন সময়ে এলাকায় তাদের পূর্ববর্তী প্রভাব খাটিয়ে গোপনে চাঁদাবাজি করে আসছে, তাদের গ্রেফতারের পর তাদের চাঁদাবাজি ও অপরাধের বিভিন্ন তথ্য বেরিয়ে আসছে। তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খালিশপুর থেকে সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার

অনেক শাসন দেখেছি এগুলো শাসন ছিল না, ছিল শোষণ

রূপসায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক কারাগারে

ক্যান্সার বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে তরুণ প্রজন্মকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : উপাচার্য

খুমেক হাসপাতালে করোনায় যুবকের মৃত্যু

খুলনায় মদ্যপানে ৫ জনের মৃত্যু : সেই মদ তৈরির হোতা ও বিক্রেতা আটক

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।