সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ
রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ | চ্যানেল খুলনা

রাহুল গান্ধীর বিরুদ্ধে রাষ্ট্রপতিকে অসম্মানের অভিযোগ

ভারতে শীতকালীন সংসদ অধিবেশন শুরু হয়েছে। যার ফলে আবারও বেশ সবর হয়ে ওঠেছেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। কেন্দ্রীয় সরকার এবং আদানিসহ নানা ইস্যুতে সোচ্চার হচ্ছেন তিনি।

অবশ্য রাহুলকে আটকাতে এবার নয়া ছক সামনে নিয়ে আসছে বিজেপি নেতারা। এরইমধ্যে তারা রাহুল গান্ধীর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন, সংবিধান দিবসের দিন সংসদে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে সম্মান জানাননি রাহুল। এই অভিযোগ তুলে বিজেপি নেতা–মন্ত্রীরা এখন রাহুল গান্ধীর বিরুদ্ধে সমালোচনা শুরু করেছেন। এমনকি এক্স হ্যান্ডেলে বিষয়টি নিয়ে পোস্টও করছেন তারা।

এই অভিযোগ তুলে আসলে সংসদে রাহুল গান্ধীকে নিষ্ক্রিয় করে রাখার কৌশল নিয়েছে বিজেপি। এমনটাই মনে করছে কংগ্রেস শীর্ষ নেতৃত্ব। রাহুল অবশ্য এইসব নিয়ে বিশেষ গুরুত্ব দেননি। তার লক্ষ্য সংসদে এনডিএ সরকারকে চেপে ধরা। আর তার সঙ্গে আছে গোটা ইন্ডিয়া জোট।

বিজেপির পক্ষ থেকে দুটি ভিডিও ক্লিপ এক্স হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। আর সেখানে লেখা হয়েছে, ‘রাহুল গান্ধী অত্যন্ত অহংকারী। যার জন্য সে সম্মান জানাননি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। শুধুমাত্র আদিবাসী সম্প্রদায় থেকে এসেছেন বলেই তাকে অসম্মান করেছেন রাহুল। তাছাড়া রাষ্ট্রপতি একজন মহিলা। সেখানে রাহুল গান্ধী পারিবারিক দলের নেতা। এই ধরণের নীচু মানসিকতা রয়েছে ?

যদিও বিজেপি এসব অভিযোগ তুলে খুব একটা সাড়া পায়নি জাতীয় রাজনীতিতে।

যে দুটি ভিডিও সামাজিক মাধ্যমে বিজেপি পোস্ট করেছে তার মধ্যে একটিতে দেখা যাচ্ছে, রাহুল গান্ধী সংবিধান দিবসের অনুষ্ঠান মঞ্চে এসে নিজের আসনে বসে পড়লেন যদিও তখনও দেশের রাষ্ট্রপতি বসেননি। আর রাহুল গান্ধীকে ওই আসন থেকে উঠে পড়তে বলছেন কংগ্রেস সভাপতি তথা রাজ্যসভার সংসদ সদস্য মল্লিকার্জুন খাড়গে। এভাবে রাহুল গান্ধী সরাসরি রাষ্ট্রপতিকে অপমান করেছেন বলে বিজেপি সরব হয়েছে। যদিও এটা কতটা অপমানজনক তা নিয়ে বিতর্ক আছেই।

দ্বিতীয় ভিডিও দেখা যায়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং মল্লিকার্জুন খাড়গে সম্মান জানাচ্ছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে। আর সেখানে উপস্থিত হলেন না সংসদ সদস্য তথা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। এভাবেই রাষ্ট্রপতিকে অসম্মান করেছেন রাহুল বলে অভিযোগ।

এই ভিডিও পোস্ট করে সেখানে ক্যাপশনে লেখা হয়েছে, ‘কংগ্রেস বরাবর রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে অসম্মান করে এসেছে। রাষ্ট্রপতি দাড়িয়ে রয়েছেন, কিন্তু শাহজাদা বসে পড়েছেন। রাষ্ট্রপতিকে সম্মান জানাননি।’

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

থার্টি ফার্স্টের রাতে ‘মিষ্টি খাওয়াতে ডেকে’ পরকীয়া প্রেমিকের গোপনাঙ্গ কর্তন

মোস্তাফিজকে দলে নেওয়ায় শাহরুখকে ‘গাদ্দার’ বললেন বিজেপি নেতা

চলন্ত গাড়িতে ২ ঘণ্টা দলবদ্ধ ধর্ষণের পর ছুড়ে ফেলা হলো রাস্তায়

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন যারা

ফিলিস্তিনি সাংবাদিকদের ৭০০ স্বজনকে হত্যা করেছে ইসরায়েল

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।