সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ , ২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ
রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের আমরন অনশনে শ্রমিকের মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ- রকিবুল ইসলাম বকুল | চ্যানেল খুলনা

রাষ্ট্রায়ত্ব পাটকল শ্রমিকদের আমরন অনশনে শ্রমিকের মৃত্যুতে শোক ও ক্ষোভ প্রকাশ- রকিবুল ইসলাম বকুল

চ্যানেল খুলনা ডেস্কঃখুলনার খালিশপুর প্লাটিনাম জুবিলী জুট মিলের হেসিয়ান তাঁত বিভাগের স্থায়ী শ্রমিক আব্দুস সাত্তার অনশনরত অবস্থায় অসুস্থ হয়ে মৃত্যুবরণ করায় গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক কেন্দ্রীয় ছাত্রদল নেতা ও বিএনপি নেতা আলহাজ্ব রকিবুল ইসলাম বকুল। এক শোক বার্তায় তিনি বলেন, সরকারের উদাসীনতার কারণে খুলনা শিল্পাঞ্চলে আজ এই শ্রমিকের মৃত্যু হয়েছে। এই অকাল মৃত্যু কারো জন্য কাম্য নয়। তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন ও মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বলেন, বর্তমান সরকার পুলিশ বাহিনী ও সরকারী চাকুরীজীবিদের একের পর এক বেতন বৃদ্ধি করলেও পাটকল শ্রমিকদের মজুরী কমিশন বাস্তবায়ন করছে না । শ্রমিকদের ন্যায্য দাবিকে পাশ কাটিয়ে দমন-নীপিড়নের পথ বেছে নিয়েছে। আব্দুস সাত্তারের এই মৃত্যুর জন্য সরকারকে দায়ী করে তিনি বলেন, সরকার বিরোধীদলকে দমন-নীপিড়নে ব্যস্ত রয়েছে। এ সরকারের হাতে শ্রমিক,ছাত্র-জনতা থেকে খেটে খাওয়া সাধারণ মানুষ কেউ নিরাপদ নয়।
তিনি বলেন,পাটকল শ্রমিকরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে সপ্তাহের মজুরী সপ্তাহে না পাওয়ায় শ্রমিকরা অনাহারে-অর্ধাহারে, বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। শ্রমিকদের সন্তানদের লেখাপড়ার খরচ বহন করতে না পেরে অনেকে আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। এমতাবস্থায় ‘হয় বিজয় না হয় মৃত্যু’ এ স্লোগান ধারণ করে খুলনার শিল্পাঞ্চলে হাজার হাজার শ্রমিক তাদের পরিবার-পরিজন নিয়ে আমরণ অনশন করছেন। তিনি খুলনা শিল্পাঞ্চলের রাষ্টায়ত্ব পাটকল শ্রমিকদের সকল দাবীর প্রতি সংহতি প্রকাশ করেন । পাশাপাশী
তিনি জেজেআই ( যশোর জুট ইন্ডাস্ট্রি) মিলের আন্দালনরত ছয় শ্রমিককে সম্পুর্ন অবৈধ ভাবে টারমিশন করার তীব্র নিন্দা জানিয়ে শ্রমিকদের চাকুরীতে পুঃন বহালের দাবী জানান । এবং পাটকল শ্রমিকদের সকল কর্মসূচির সাথে সংহতি প্রকাশ করে শ্রমিকদের ১১ দফা দাবি মেনে নেয়ার আহ্বান জানান। অন্যথায় খুলনা শিল্পাঞ্চলে সমূহ মানবিক বিপর্যয়ের দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে বলে উল্লেখ করেন।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

‘দেশের মানুষের দারিদ্রের হার ১৮.৭০ শতাংশে নেমে এসেছে’

অষ্টম শ্রেণির ছাত্রীর বিয়ের আয়োজন, মায়ের কারাদণ্ড

যুবককে কুপিয়ে ইজিবাইক ছিনতাই, ৩৬ ঘণ্টা পর উদ্ধার

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

জার্মানি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন শুক্রবার

ঢাকার উদ্দেশে মিউনিখ ত্যাগ করবেন প্রধানমন্ত্রী

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
উপদেষ্টা সম্পাদক: এস এম নুর হাসান জনি
ভারপ্রাপ্ত সম্পাদক: শেখ মশিউর রহমান
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২২ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com, channelkhulna.com.bd
যোগাযোগঃ কেডিএ এপ্রোচ রোড (টেক্সটাইল মিল মোড়), নিউ মার্কেট, খুলনা।
ঢাকা অফিসঃ ৬৬৪/এ, খিলগাও, ঢাকা-১২১৯।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ের তালিকাভুক্তির জন্য আবেদিত।