
ফিরে চল স্মৃতির টানে, রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এই শ্লোগানকে ধারণ করে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের আয়োজনে ১ম পুনর্মিলনী-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) খুলনা নগরীর রায়েরমহল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে প্রাক্তন শিক্ষার্থীবৃন্দের আয়োজনে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। পুনর্মিলনী উপলক্ষে সকাল ৯ টায় বর্ণাঢ্য র্যালি বের করা হয়। বর্ণাঢ্য র্যালিটি বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পার্শ্ববর্তী গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়।
বেলা ১১ টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বেলুন ও ফেস্টুন উড়িয়ে এবং ১০০ পাউন্ডের কেক কেটে পুনর্মিলনী অনুষ্ঠানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মোসা: আসমা বেগম।
১ম পুনর্মিলনী বাস্তবায়ন কমিটির আহবায়ক খান মোঃ জাফর সাদিক-এর সভাপতিত্বে দিনব্যাপী এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যশোর শিক্ষা বোর্ডের স্কুল ইন্সপেক্টর প্রফেসর ড. মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) কানিজ ফাতেমা লিজা, খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার অমিত কুমার বর্মন, খুলনা প্রেসক্লাবের আহ্বায়ক এনামুল হক, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন, খুলনা ও রায়েরমহল ডিগ্রি কলেজের সভাপতি মোঃ রাশিদুল ইসলাম।
এছাড়াও দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারি, অভিভাবক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকগণ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


