সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ৩রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ১৭ই মে, ২০২৫ খ্রিস্টাব্দ
রওশন এরশাদের ‘সুন্দর মহলকে ‘দালাল মহল’ বলে ভাঙচুর | চ্যানেল খুলনা

রওশন এরশাদের ‘সুন্দর মহলকে ‘দালাল মহল’ বলে ভাঙচুর

জাতীয় সংসদের সাবেক বিরোধীদলীয় নেত্রী এবং ময়মনসিংহ-৪ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য বেগম রওশন এরশাদের ময়মনসিংহ নগরীর বাসভবন ‘সুন্দর মহল’-এ হামলা চালিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও ক্ষুব্ধ ছাত্র-জনতা।

বৃহস্পতিবার (১২ মে) বিকেলে নগরীর গঙ্গাদাস গুহ রোডে অবস্থিত এই বাসভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় বিক্ষোভকারীরা রওশন এরশাদের বাড়িটিকে ‘দালাল মহল’ ঘোষণার দাবিতে স্লোগান দেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, গত ৫ আগস্টের পর পরিবর্তিত পরিস্থিতিতে রওশন এরশাদের ‘সুন্দর মহল’ একটি ‘কুটুমবাড়ী’ নামের রেস্টুরেন্টের কাছে ভাড়া দেওয়া হয়। এরপর থেকে রেস্টুরেন্ট কর্তৃপক্ষ বাড়িটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে সেখানে রেস্টুরেন্ট নির্মাণের কাজ শুরু করে।

মহানগর জাতীয় পার্টির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল আউয়াল সেলিম বলেন, সুন্দর মহলের সীমানা প্রাচীরের ভেতরে রওশন এরশাদের মায়ের স্মৃতি বিজড়িত কবরটি রয়েছে। অনেকে এখন কারণে-অকারণে বাড়িটি ক্ষতিগ্রস্ত করতে চায়। দলের অবস্থা এখন ভালো না। রওশন এরশাদের নির্দেশে বাড়িতে অবস্থিত দলীয় কার্যালয়টি বন্ধ ঘোষণা করা হয়েছে।

তিনি আরও জানান, পরিবারের সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী, বাড়িটি রক্ষণাবেক্ষণের জন্য একটি রেস্টুরেন্টের কাছে মাসিক চুক্তিতে ভাড়া দেওয়া হয়েছে। চুক্তি অনুযায়ী, ১২ বছরের জন্য তারা এখানে থাকতে পারবেন। মাসিক ভাড়া নির্ধারণ করা হয়েছে ১ লাখ টাকা।

আজ দুপুর ৩টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিক্ষুব্ধ ছাত্র জনতা একটি মিছিল নিয়ে ‘সুন্দর মহল’-এ যায় এবং রেস্টুরেন্টের নির্মাণ কাজে বাধা দেয়। এ সময় উত্তেজিত বিক্ষোভকারীরা নির্মাণাধীন রেস্টুরেন্টের দেয়াল এবং বাসভবনের ভেতরে প্রবেশ করে বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করে।

এই ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক ফুয়াদ খান, ওয়ালিউল্লাহ ওলি, ছাত্রনেতা জি.কে ওমর, আব্দুল আলীমসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এর আগে ২৩ এপ্রিল দুপুর ১২টায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার ব্যানারে এ কার্যালয়ের সামনে মানববন্ধন করে ‘সুন্দর মহল’কে ‘দালাল মহল’ ঘোষণার দাবি করেছে তারা।

বৈষম্যবিরোধী ছাত্র ও সাধারণ জনগণের ব্যানারে এক মানববন্ধনে বক্তারা ঘোষণা দেন, গণতন্ত্র ধ্বংসকারী ফ্যাসিস্টদের সহচর রওশন এরশাদের সুন্দর মহলকে বাণিজ্যিক ভবন হিসেবে ব্যবহার করতে দেওয়া হবে না। তারা এ ভবনটিকে রেস্টুরেন্টের কাছে ভাড়া দিয়ে অন্যায় কাজ করেছে।

‘সুন্দর মহল’-এ নির্মাণাধীন রেস্টুরেন্ট ভাঙচুরের বিষয়ে ‘কুটুমবাড়ী’ রেস্টুরেন্টের পরিচালক বজলুর রহমান মিন্টুর বক্তব্য জানার জন্য একাধিকবার চেষ্টা করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে ময়মনসিংহের পুলিশ সুপার (এসপি) কাজী আখতার উল আলমের কাছে জানতে চাওয়া হলে তিনি প্রথমে বলেন, ‘এ বিষয়ে বিস্তারিত কিছু আমার জানা নেই। কোতোয়ালি ওসি ভালো বলতে পারবে।’

পরে কোতোয়ালি থানার ওসি (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, ‘ঘটনাটি আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

আবারও পুলিশ সুপারের (এসপি) কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘ওসি আমাকে এ ব্যাপারে কিছুই জানায়নি। তার কাছে কোনো অভিযোগ গেছে কিনা আমার জানা নেই।’

এ ঘটনায় মামলা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘বাড়িঘর ভাঙচুরের ঘটনায় ৪২৭ ধারায় প্রসিকিউশন হতে পারে।’

জেলা প্রশাসক মুফিদুল আলম বলেন, ‘ঘটনার পরে তাৎক্ষণিকভাবে আমাদের অফিসার পাঠানো হয়েছে। দুই পক্ষকে সতর্ক করেছি। এটা নিয়ে একটি রক্তক্ষয়ী সংঘাত হতে পারে; এ আশঙ্কায় রেস্টুরেন্টের মালিকপক্ষকে ডেকে এনেছি।’

https://channelkhulna.tv/

সারাদেশ আরও সংবাদ

রওশন এরশাদের ‘সুন্দর মহলকে ‘দালাল মহল’ বলে ভাঙচুর

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ

ভারতীয় সীমান্তে ফের এলইডি লাইট-ক্যামেরা সেন্সর, বিজিবির টহল জোরদার

৩৬৫ বোতল ফেনসিডিলসহ দুই ভাই গ্রেফতার

অনলাইন জুয়ায় শেষ ঘরবাড়ি-মোটরসাইকেল শোরুম, সর্বস্বান্ত হয়ে দুধ দিয়ে গোসল

পুলিশের বাসা থেকে পিস্তল চুরি, চোরের সন্ধান পেতে পুরস্কার ঘোষণা ওসির

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।