সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ২০শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা মে, ২০২৫ খ্রিস্টাব্দ
যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ চীন! | চ্যানেল খুলনা

যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের শীর্ষ অর্থনীতির দেশ চীন!

করোনা মহামারিতে কমবেশি বিশ্বের সব দেশের অর্থনীতির বড় ক্ষতি হয়েছে। তবে শুধু ব্যতিক্রম চীন। এ পরিস্থিতিতেও দেশটির প্রবৃদ্ধি আগের মতোই আছে। যুক্তরাজ্যের অন্যতম সেরা অর্থনৈতিক পরামর্শদাতা সংস্থার (সেন্টার ফর ইকোনমিকস অ্যান্ড বিজনেস রিসার্চ) বার্ষিক রিপোর্টে তেমন কথায় বলা হয়েছে।

তারা বলছে, কোভিড-১৯ এর অতীত পেছনে ফেলে ২০২৮ সালে যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ হবে চীন। এটা নিশ্চিত, আর্থিক শক্তি বৃদ্ধির নীরিখে দুনিয়ার ক্ষমতাধর দুই রাষ্ট্রের অবস্থানে রদবদল ঘটবে। তবে তৃতীয় বৃহৎ হিসেবে জাপানের স্থান পাল্টাবে না।

তবে ২০৩০ সালে জাপানিদের টপকে তৃতীয় স্থানে উঠে আসতে পারে ভারত। সেক্ষেত্রে চতুর্থ থেকে পঞ্চম স্থানে নেমে যেতে পারে জার্মানি। এখন বিশ্বের পঞ্চম অর্থনীতি যুক্তরাজ্য। ২০২৪ সাল নাগাদ ষষ্ঠ স্থানে চলে যেতে পারে তারা। আর চতুর্থ স্থানে জায়গা পাবে জাপান।

ওই সংস্থার রিপোর্টে বলা হয়, করোনা মহামারিতেও চীনের অর্থনীতি ছন্দে রয়েছে। সেখানে নাজুক অবস্থা যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক অবস্থার। মূলত এ পার্থক্যের কারণে দীর্ঘ মেয়াদে লাভবান হবে চীন। বর্তমানে দেশটির প্রবৃদ্ধির তেমন হেরফের ঘটেনি। অথচ অন্যান্য দেশ এই সমস্যা কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছে।

বেশ কয়েক বছর ধরে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে অর্থনৈতিক এবং ক্ষমতার লড়াই চলছে। সেই দ্বন্দ্ব এখন প্রকাশ্যে। নোভেল করোনার জেরে উদ্ভুত পরিস্থিতিতে অর্থনৈতিক দিক থেকে অনেকটা সুবিধাজনক অবস্থানে আছে শি জিনপিংয়ের দেশ।

https://channelkhulna.tv/

আন্তর্জাতিক আরও সংবাদ

পাকিস্তানের ধাওয়া খেয়ে পালিয়ে বাঁচল ভারতের ৪ যুদ্ধবিমান

ভারতের ‘স্পাই ড্রোন’ ভূপাতিত করল পাকিস্তান

‘আমাদের কেউ থামাতে পারবে না, প্রয়োজনে মোদির বাড়ি পর্যন্ত ধাওয়া করব’

পাকিস্তানের বড় হামলার আশঙ্কায় বাঙ্কার বানাতে ব্যস্ত ভারতীয়রা

ভারতের গুজরাটে এক হাজারের বেশি বাংলাদেশি গ্রেফতার

বিস্ফোরণে ধ্বংস কাশ্মীরে হামলায় ২ অভিযুক্তের বাড়ি

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
DMCA.com Protection Status
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৪ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।