সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শনিবার , ১লা ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ১৬ই আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
যার যখন ইচ্ছে হবে তিনি তখন ভ্যাকসিন নেবেন: হানিফ | চ্যানেল খুলনা

যার যখন ইচ্ছে হবে তিনি তখন ভ্যাকসিন নেবেন: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, করোনা ভ্যাকসিন নেওয়ার দায়িত্ব সবার। ভ্যাকসিন সরকার বের করেছে জনগণের কাছে পৌঁছে দেওয়ার জন্য।

যার যখন ইচ্ছে হবে তিনি তখন ভ্যাকসিন নেবেন। কেউ ইচ্ছা করলে প্রথম দিকে নিতে পারে, আবার কেউ ইচ্ছা করলে পরবর্তীতেও নিতে পারেন। কিন্তু আমি না নিয়ে দেশের প্রধানমন্ত্রীকে আগে ভ্যাকসিন নিতে হবে এই কথা বলা অত্যন্ত নিচু রাজনৈতিক মানসিকতার পরিচয় বহন করে।
রোববার (৩১ জানুয়ারি) বেলা ১১টায় কুষ্টিয়া সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী মনজুর কাদিরের সভাপতিত্বে কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত বৈশ্বিক অতিমারি কোভিড-১৯ পরিস্থিতি মোকাবিলায় টিকাদান সম্পর্কিত জনসচেতনতা সৃষ্টি এবং কলেজের উন্নয়ন কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলামের মন্তব্য প্রসঙ্গে হানিফ বলেন, ভ্যাকসিন নিয়ে বিএনপি নেতাদের বক্তব্য অত্যন্ত অরুচিকর ও নিচু মনের পরিচয়। সরকারের লক্ষ্য ছিলো ভ্যাকসিন আবিষ্কার হওয়ার পর যতো দ্রুততম সময়ের মধ্যে এই ভ্যাকসিনটা জনগণের মধ্যে পৌঁছে দেওয়া যায়।

ভ্যাক্সিনটা যাতে দেশে আনা যায় সেজন্য উদ্যোগ নেয়া হয়েছিলো, তখন থেকেই আমরা দেখেছি প্রধানমন্ত্রীর এই উদ্যোগকে নিয়ে আমাদের দেশের তথাকথিত বিরোধী দল যারা জনবিচ্ছিন্ন সেই বিএনপি এবং তার সহযোগীরা নানা সময়ে নানা ধরনের অপ্রাসঙ্গিক ও বিভ্রান্তিমূলক এবং অরুচিকর কথাবার্তা বলা শুরু করে। তারা প্রথমে বলেছিলো ভ্যাকসিন আসবেনা ভ্যাকসিন নিয়ে সরকার তালবাহানা করছে, এভাবে নানা কথা বলেছে, ভ্যাকসিন এসে গেছে দেশে, ভ্যাকসিন আসার পরে তা কে আগে নিবে কে পরে নিবে এসব নিয়ে কথা হচ্ছে। এমনকি এই ভ্যাক্সিনের বিষয়ে মির্জা ফখরুল সাহেব যে সমস্ত কথা বলেছেন এটা অত্যন্ত অরুচিকর এবং নিন্মমনের পরিচয় দিয়েছেন।

এসময় কলেজের শিক্ষকমণ্ডলী ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

https://channelkhulna.tv/

কুষ্টিয়া আরও সংবাদ

বিএনপি কর্মী কুদরত হত্যা মামলায় গ্রেফতার দেখানো হলো কুষ্টিয়ার সাবেক এসপিকে

কুষ্টিয়ায় কারখানা বন্ধে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত কুষ্টিয়ার সাবেক এসপি তানভীর

দৌলতপুরে পদ্মার চরে যুবককে গুলি করে হত্যা

কুষ্টিয়ায় রেস্তোরাঁয় ঢুকে ৩ জনকে ছুরিকাঘাত

যশোর ও কুস্টিয়ায় বিএসটিআই’র মোবাইল কোর্ট পরিচালনা : ৭২ হাজার টাকা জরিমানা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।