যশোর প্রতিনিধি: যশোর-নড়াইল সড়কের ছাতিয়ানতলা সরদার ফিলিং স্টেশনের অদূরে সড়ক দুর্ঘটনায় ৩ জন আহত হয়েছে। তবে, এদের পরিচয় এখনো পাওয়া যায়নি। গুরুতর অবস্থায় তাদের যশোর মেডিকেল কলেজ হাসপাতালের ভার্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,শনিবার দুপুর ২ টার দিকে ছাতিয়ানতলা সরদার ফিলিং স্টেশনের সামনে মটরসাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুই মটোরসাইকেলের তিন আরোহী আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালের ভর্তি করে। জরুরী বিভাগের ডাক্তার আহমেদ তাকের শামস্ জানান, এদের মধ্য একজনের অবস্থা গুরুতর। অন্য দু'জনের আঘাত গুরুতর নয়।আহতদের পুরুষ সার্জারি ওয়ার্ডে পাঠানো হয়েছে ।


