সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১১ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ২৬শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড | চ্যানেল খুলনা

যশোরে স্ত্রী ও দুই মেয়েকে হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

যশোরে পারিবারিক কলহের জেরে স্ত্রী ও দুই কন্যাসন্তানকে শ্বাসরোধে হত্যার দায়ে এক যুবককে মৃত্যুদণ্ডাদেশ (ফাঁসির রায়) দিয়েছেন আদালত।

সোমবার (৬ অক্টোবর) দুপুরে যশোরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৫ম আদালতের বিচারক জাকির হোসেন টিপু এই রায় দেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম জহিরুল ইসলাম বিশ্বাস ওরফে বাবু (৩৬)। তিনি যশোর সদর উপজেলার জগন্নাথপুর এলাকার বাসিন্দা। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত বাবু আদালতে উপস্থিত ছিলেন।

আদালত ও মামলা সূত্রে জানা যায়, ২০২২ সালের ১৫ জুলাই দুপুরে বাবু তার স্ত্রী সাবিনা ইয়াসমিন বিথি (৩২) এবং দুই মেয়ে সুমাইয়া (৯) ও সাফিয়াকে (২) অভয়নগর উপজেলার সিদ্ধিপাশা গ্রাম (শ্বশুরবাড়ি) থেকে নিজ বাড়িতে নিয়ে যাচ্ছিলেন। দাম্পত্য জীবনে পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। নিজ বাড়িতে ফেরার পথে অভয়নগর উপজেলার চাঁপাতলা গ্রামে পৌঁছালে পারিবারিক কলহের জেরে বাবু স্ত্রী ও দুই মেয়েকে শ্বাসরোধ করে হত্যা করেন।

হত্যার পর মরদেহগুলো যশোর-খুলনা মহাসড়কের পাশে চেঙ্গুটিয়া এলাকার একটি বাগানে ফেলে দেন তিনি। ঘটনার পর বাবু নিজেই বসুন্দিয়া পুলিশ তদন্তকেন্দ্রে গিয়ে সব খুলে বলেন। এরপর পুলিশ তাকে হেফাজতে নেয়।

নিহত সাবিনা ইয়াসমিন বিথির বাবা মুজিবর রহমান এ ঘটনায় অভয়নগর থানায় মামলা দায়ের করেন।

তিনি অভিযোগ করেন, ১১ বছর আগে বাবুর সঙ্গে বীথির বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য জীবনে কলহ চলছিল। এছাড়া বিভিন্ন দাবিতে বিথিকে মারধর করতেন বাবু। এক পর্যায়ে তাকে এক লাখ ৬০ হাজার টাকা দেওয়া হয়। তারপরও নির্যাতন থামেনি। ঘটনার দিনও ঝগড়া ও মারধর করা হয় বিথীকে। বাড়িতে নেওয়ার পথে তিনজনকেই শ্বাসরোধে হত্যা করেন বাবু বলে মামলায় উল্লেখ করা হয়। পুলিশের তদন্তেও উঠে আসে একই তথ্য।

মামলায় অভিযোগ করা হয়, ১১ বছর আগে বিয়ের পর থেকেই তাদের দাম্পত্য কলহ চলছিল। বিভিন্ন দাবিতে বিথিকে মারধর করতেন বাবু, এমনকি টাকা দেওয়ার পরও নির্যাতন থামেনি। ঘটনার দিনও ঝগড়া ও মারধরের পর বাবু তিন জনকেই শ্বাসরোধে হত্যা করেন।

পুলিশের তদন্তেও এই অভিযোগের সত্যতা পাওয়া যায়। তদন্ত শেষে অভয়নগর থানার এসআই গোলাম হোসেন ২০২২ সালের ৩০ নভেম্বর বাবুকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

সোমবার এই মামলার রায়ে আদালত জহিরুল ইসলাম বিশ্বাস ওরফে বাবুকে ফাঁসির আদেশ দেন এবং তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

শার্শায় বিএনপির ৩১ দফা বাস্তবায়ন ও ধানের শীষের বিজয়ের লক্ষ্যে মতবিনিময় সভা

বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষনায় আমদানিকৃত কোটি টাকা মূল‍্যের পন্য জব্দ

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে “শার্শা উপজেলা সাংবাদিক ঐক্য পরিষদ” এর পক্ষ থেকে গাছের চারা বিতরণ

যশোরে আগ্নেয়াস্ত্র-ওয়াকিটকিসহ চার যুবক গ্রেফতার

ভারতীয় ডেপুটি হাইকমিশনারের বেনাপোল স্থলবন্দর পরিদর্শন

ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় ছেলে খুন, বাবা গুরুতর জখম

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।