সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
যশোরে বিএনপির পিপিই প্রদান | চ্যানেল খুলনা

যশোরে বিএনপির পিপিই প্রদান

যশোর প্রতিনিধিঃ করোনাভাইরাসের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালনকারী চিকিৎসক, পুলিশ ও সাংবাদিকদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়েছে যশোর জেলা বিএনপি।
মঙ্গলবার (৭ এপ্রিল)  জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগমের নেতৃত্বে বিএনপি নেতারা এসব পিপিই প্রদান করেন।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশ এখন ক্রান্তিকাল অতিক্রম করছে। এ পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে কাজ করছেন চিকিৎসক, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও সাংবাদিকরা। এ কারণে তাদের পারসোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট (পিপিই) দিয়ে সামাজিক দায়িত্ব পালন করছেন তারা।
মঙ্গলবার জেলা বিএনপির একটি প্রতিনিধি দল যশোর কালেক্টরেট ভবনে জেলা প্রশাসকের কার্যালয়ে যায়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের কাছে চিকিৎসক, নার্সদের সুরক্ষার জন্য ১০০ পিপিই দেওয়া হয়। এরপর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার সালাহ উদ্দীন শিকদারের কাছে পুলিশের জন্য ১০০ পিপিই এবং সবশেষে প্রেসক্লাব নেতৃবৃন্দের কাছে সাংবাদিকদের জন্য ৫০ পিস পিপিই হস্তান্তর করা হয়।
প্রেসক্লাবের পক্ষ থেকে পিপিই গ্রহণ করেন প্রেসক্লাব যশোরের সহ-সভাপতি নূর ইসলাম, আনোয়ারুল কবীর নান্টু, দফতর সম্পাদক তৌহিদ জামানসহ অন্যরা।
পিপিই বিতরণ শেষে অধ্যাপক নার্গিস বেগম বলেন, দেশ ও জাতির প্রতিটি ক্রান্তিকালে বিএনপি জনগণের পাশে ছিল এবং আছে। জাতির এই মহাদুর্যোগকালে আমরা জাতীয় ঐক্যের ডাক দিয়েছি। দলীয় নেতাকর্মীদের করোনা পরিস্থিতিতে সব মানুষের পাশে গিয়ে দাঁড়াতে বলা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর জেলা বিএনপি চিকিৎসক, নার্স, সাংবাদিক ও পুলিশের সুরক্ষার জন্য এসব পিপিই প্রদান করেছে। পিপিই ছাড়াও জেলাব্যাপী অসহায় মানুষদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন খোকন ও সদস্য আলহাজ মিজানুর রহমান খান।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোলে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

শার্শায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশী

বেনাপোলে কসাই মিজানকে গলা কেটে হত্যা করেছে দুর্বোত্তরা

যশোরে ৮ কোটি টাকার স্বর্নের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

ভারতে দীর্ঘ কারাভোগ শেষে ১৭ বাংলাদেশী নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।