সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বৃহস্পতিবার , ২০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৪ঠা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
যশোরে আনসার সদস্যকে গুলি করে হত্যা | চ্যানেল খুলনা

যশোরে আনসার সদস্যকে গুলি করে হত্যা

চ্যানেল খুলনা ডেস্কঃযশোরে হোসেন আলী তরফতার (৫৫) নামে এক আনসার বাহিনীর সদস্যকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।শনিবার (৩০ নভেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার হাশিমপুর বাজারে একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।নিহত হোসেন আলী হাশিমপুর গ্রামের তরফদার পাড়ার মৃত. আরশাদ আলীর ছেলে। সে এক সময় চরমপন্থী হোসেন বাহিনীর প্রধান ছিলেন। সরকারের কাছে অস্ত্র জমা দিয়ে সাধারণ ক্ষমার আওতায় স্বাভাবিক জীবনে ফিরে আসলে তাকে আনসারে চাকরি দেওয়া।

নিহতের মেয়ে জুলি জানান, হোসেন আলী তরফদার আনসার বাহিনীতে চাকরি করতেন। ঢাকার মিরপুরে কর্মরত তিনি। দুই সপ্তাহের ছুটি নিয়ে তিনদিন আগে বাড়িতে আসেন। শনিবার সকালে যশোর সদর উপজেলার ভেকুটিয়া এলাকায় এক আত্মীয় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে হাশিমপুর বাজারে যান। তিনি বাজারের মসজিদের সামনে মোশারফের চায়ের দোকানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। এ সময় মাগুরার দিক থেকে আসা দুটি মোটরসাইকেলে ৬ জন রাস্তার ওপর দাঁড়িয়ে গুলি করে।

স্থানীয় দোকানদার জানান, দুটি মোটরসাইকেলে ৬ জন এসে পরপর ৮টি গুলি করে। এতে একটি গুলি তার মাথায় এবং অপর একটি গুলি বুকের বাম পাশে বিদ্ধ হয়। ঘটনাস্থলে হোসেন আলী লুটিয়ে পড়েন। এ সময় সন্ত্রাসীরা পশ্চিমপাশের রাস্তা দিয়ে বের হয়ে সাধারণ মানুষের মধ্যে মিশে যায়। সন্ত্রাসীরা কেউ মুখোশ পরা ছিল না বলেও জানায় স্থানীয়রা।

খবর পেয়ে যশোর পুলিশ সুপার মঈনুল হক ও কোতোয়ালি থানার ওসি মনিরুজ্জামানসহ অন্যান্য পুলিশ সদস্য ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ চায়ের দোকানের সামনে লিটন সিমেন্টের দোকানে লাগানো সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। এরপর নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠাায় পুলিশ।

https://channelkhulna.tv/

সংবাদ প্রতিদিন আরও সংবাদ

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নারী দালাল আটক

টঙ্গীতে দুই সন্তানকে বঁটি দিয়ে কুপিয়ে হত্যা করলেন মা

বড় ভাইকে হত্যার পর ৯৯৯-এ কল করে যুবকের আত্মসমর্পণ

শিশুকে ধর্ষণচেষ্টার সময় বৃদ্ধকে হাতেনাতে ধরলেন স্থানীয়রা

স্ত্রী বাইরে যাওয়ার সুযোগে মেয়েকে ধর্ষণ করেন সৎবাবা

হঠাৎ বিস্ফোরণে বাজারে আতঙ্ক, স্থানীয়দের দাবি গুপ্ত হামলা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।