সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা রবিবার , ২৩শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৭ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
যশোরের খিতিবদিয়া কলাবাগান বাজারে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই | চ্যানেল খুলনা

যশোরের খিতিবদিয়া কলাবাগান বাজারে আগুনে ৩টি দোকান পুড়ে ছাই

যশোর সদর উপজেলার চুড়ামনকাটি ইউনিয়নের খিতিবদিয়া কলাবাগান বাজারের ৩টি দোকান শুক্রবার রাতে আগুনে পুড়ে গেছে। খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। এতে দোকানগুলো ১০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ক্ষতি হয়েছে বলে দোকান মালিকরা জানান।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৩টার দিকে কলাবাগান মোড়ে একেএম আবুল কাশেমের ভ্যারাইটি স্টোরে আগুন জ্বলতে দেখেন পাশের বাড়ির লোকজন। এ সময় তাদের চিৎকারে গ্রামবাসী এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। আগুনের তীব্রতা বাড়তে থাকায় গ্রামবাসী যশোর ফায়ার সার্ভিসকে খবর দেয়। দ্রæত ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। এর আগেই বাজারের একেএম আবুল কাশেমের ভ্যারাইটি স্টোর, মোশারফ হোসেনের টি স্টোর ও হোসেন আলীর দোকান পুড়ে ছাই হয়ে যায়। আগুনে দোকানের উপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক লাইনের ব্যাপক ক্ষতি হয়। এখনো এলাকাটি বিদ্যুৎ বিহীন রয়েছে। কর্তৃপক্ষ বিদ্যুৎ লাইন মেরামতের কাজ চালিয়ে যাচ্ছে।
এলাকাবাসীর ধারণা দোকানে রাখা জ্বলন্ত মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে। প্রত্যক্ষাদর্শীরা জানায়, আগুনের তীব্রতা এতো বেশি ছিলো যে তার নিকটে সাধারণ মানুষ যেতে পারেনি। যার ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেকটা বেড়েছে।
দোকান মালিক একেএম আবুল কাশেম জানান, তার দোকানে ৭/৮ লাখ টাকার মালামাল পড়ে গেছে। আগুনে তিনি একেবারেই নিঃস্ব হয়ে পথে বসেছেন। দোকান মালিক হোসেন আলী জানান, তার উপার্জনের একমাত্র পথ আগুনে কেড়ে নিয়েছে। কিভাবে এখন তিনি সংসার চালাবেন।
তবে আগুনের সূত্রপাত সর্ম্পকে সঠিক কোন ধারণা করতে পারেনি এলাকাবাসী। কলাবাগান বাজারটি যশোর সেনানিবাস সংলগ্ন হ্ওয়ায় সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটের সদস্যরা ঘটনাস্থল পরির্দশন করেছেন।

https://channelkhulna.tv/

যশোর আরও সংবাদ

বেনাপোলে বিজিবির অভিযানে ২০ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

শার্শায় বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

ভারত থেকে ট্রাভেল পারমিটে দেশে ফিরলেন তিন বাংলাদেশী

বেনাপোলে কসাই মিজানকে গলা কেটে হত্যা করেছে দুর্বোত্তরা

যশোরে ৮ কোটি টাকার স্বর্নের বারসহ ৩ জনকে আটক করেছে বিজিবি

ভারতে দীর্ঘ কারাভোগ শেষে ১৭ বাংলাদেশী নারী-শিশুকে বেনাপোলে হস্তান্তর

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।