সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা শুক্রবার , ৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ২২শে আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মুক্তিপনের দাবিতে প্রায়ই জেলে অপরহন হচ্ছে সুন্দরবনে আবারও কয়েকটি বনদস্যু বাহিনী বেপরোয়া | চ্যানেল খুলনা

মুক্তিপনের দাবিতে প্রায়ই জেলে অপরহন হচ্ছে সুন্দরবনে আবারও কয়েকটি বনদস্যু বাহিনী বেপরোয়া

সুন্দরবনে দীর্ঘদিন পর আবারও বেপরোয়া হয়ে উঠেছে কলা গাছের মতো গজিঁয়ে ওঠা কয়েকটি বনদস্যু বাহিনী। এসব দস্যু বাহিনীর অত্যাচারে জেলে বাওয়ালীরা আতংকিত হয়ে পড়ছেন। এসব বাহিনীরা মাঝে মধ্যে ফ্রি স্টাইলে হামলা চালিয়ে জেলেদের জিম্মি করে মুক্তিপন আদায় করে চলেছে। এমনকি বাহিনীর টোকেন ছাড়া জেলেদের মৎস্য ও কাঁকড়া আহরন করা সম্ভব হচ্ছে না।

নাম প্রকাশে অনিচ্ছুক ভুক্তভোগী জেলে বাওয়ালী সুত্রে জানা গেছে, সুন্দরবনে প্রশাসনের একের পর এক অভিযানে প্রায় সকল বনদস্যু বাহিনী আত্মসমার্পন করে। ফলে বেশ কয়েক বছর সুন্দরবন দস্যু মুক্ত থাকলেও সাম্প্রতি আবারও পৃথক ৩টি গজিঁয়ে ওঠা বনদস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। বাহিনী ৩টি হলো দাকোপের কালাবগির আছাবুর, কয়রার মাষ্টার ও কালু বাহিনী। প্রত্যেক বাহিনীতে ৭ থেকে ৮ জন করে দস্যু সদস্য রয়েছে বলে জানা গেছে। পশ্চিম বনবিভাগের খুলনা রেঞ্জ এলাকায় এসব বাহিনীর সদস্যরা অধিকাংশ সময়ে বিচারন করে থাকে। তবে বাহিনী ৩টির মধ্যে সবচেয়ে বেশি বেপরোয়া হয়েছে আছাবুর বাহিনী। আর এ বনদস্যু বাহিনী প্রায়ই জেলে নৌকায় অর্তকিত হামলা চালিয়ে তাদের জাল, নৌকা, ডিজেল, চাল, ডাল ও অন্যান্য প্রয়োজনীয় মালামাল লুটে নিয়ে মুক্তিপনের দাবিতে অপহরণ করছে। আর এ বাহিনীকে মুক্তিপন না দিয়ে কোন জেলে বাড়ি ফিরতে পারছে না বলে তাদের পরিবারের অভিযোগ। এমনকি ওই দস্যু বাহিনীর টোকেন ছাড়া বনের ওই এলাকায় জেলেদের মৎস্য ও কাঁকড়া আহরন করা সম্ভব হচ্ছে না। আর টোকেন বিহিন জেলেদের অপহরন করে জিম্মি রেখে আছাবুর বাহিনী মুক্তিপন আদায় করছে বলে জানা গেছে। ইতি মধ্যে কালাবগি এলাকার বেশ কয়েকজন অপহৃত জেলে আছাবুর বাহিনীর নির্ধারিত ২০ থেকে ৩০ হাজার টাকা মুক্তিপন দিয়ে বাড়ি ফিরেছে বলে জানা গেছে। আর এ বাহিনীকে খাদ্য খাবারের বাজারসহ প্রয়োজনীয় মালামাল সরবরাহ করছে কালাবগি এলাকার ৪ থেকে ৫ জন কথিত জেলে ব্যবসায়ী। এসব বাহিনীর বেপরোয়া কর্মকান্ডে আতংকিত হয়ে পড়েছে উপকূলীয় অঞ্চলের সুন্দরবনের উপর নির্ভরশীল হাজারো জেলে ও তাদের পরিবারগুলো। অতি আপনজন হারানোর ভয়ে ভুক্তভোগী এসব পরিবারের সদস্যরা মুখ খুলে কাউকে কিছু বলতে সাহস পাচ্ছেন না বলে তাদের অভিমত।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক জেলে জানান, বনদস্যু আছাবুর বাহিনীর টোকেন ছাড়া মাছ ও কাঁকড়া আহরন করা সম্ভব হচ্ছে না। মাছ ও কাঁকড়া আহরণ করা জেলেদের আটনের নৌকা প্রতি ৩০ হাজার আর দোনদড়ি নৌকা প্রতি ২০ হাজার ৪০০ টাকার টোকেন নিতে হচ্ছে। এ ছাড়া তাদের সাথে দেখা হলে ডিউটির ২ হাজার টাকা দিতে হয়। টোকেন এবং ডিউটির টাকা না দিলে এ বাহিনী জেলেদের অপহরন করে ২০ থেকে ৩০ হাজার টাকা মুক্তিপন আদায় করে। গত সোমবারেও কালাবগি এলাকার অহিদুল শেখ নামে এক জেলে অনেক কাকতি মিনতি করে ১০ হাজার টাকা আছাবুর বাহিনকে মুক্তিপন দিয়ে বাড়ি ফিরে এসেছে। এ ঘটনার পূর্বে অহিদুলকে ৫০ হাজার টাকা মুক্তিপনের দাবিতে সুন্দবনের শরবত খালীর খাল এলাকা থেকে অপহরনের পর বেদম মারপিট রক্তাত্ব জখম করে শিকল দিয়ে তাদের ট্রলারে বেঁধে রাখে ওই বাহিনী। আবার অনেক সময় দস্যুদের টোকেন থাকার পরও অপহরন করে মুক্তিপন আদায় করছে। এ ছাড়া মাষ্টার ও কালু বাহিনীর সাথে দেখা হলে ১০০০ টাকা করে ডিউটি দিতে হয়। ভূক্তভোগি জেলে ও তাদের পরিবারের সদস্যরা ভয়ে মুখ খুলে কাউকে কিছু বলতে সাহস পাচ্ছে না। আর এসব বাহিনীর বেপরোয়া কর্মকান্ডে আতংকিত হয়ে পড়েছেন বলে জানান তারা।

এবিষয়ে সুতারখালী ইউপি চেয়ারম্যান মাসুম আলী ফকির এ প্রতিবেদকে বলেন, সম্প্রতি সুন্দরবনে কয়েকটি বনদস্যু বাহিনী বেপরোয়া হয়ে উঠেছে। বিশেষ করে আছাবুর বাহিনী। এ খবর জানার পর আমি প্রশাসনকে বিষয়েটা জানিয়েছি। তারা ব্যবস্থা নিবেন বলে আমাকে আশ্বস্ত করেছেন।

এব্যাপারে পশ্চিম সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এ.জেড.এম হাসানুর রহমান জানান, বনদস্যুর বিষয়ে আমি শুনেছি। তাদের বিরুদ্ধে আইনগত কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

https://channelkhulna.tv/

খুলনা আরও সংবাদ

খুবিতে ল্যাবরেটরি ম্যানেজমেন্ট এন্ড সেফটি শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

তালায় স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিএনপি বেহেশতে যাওয়ার টিকিট বিক্রি করে না : এড. মনা

কেডিএ চেয়ারম্যানের খুলনা আর্মি ইউনিভার্সিটি পরিদর্শন

খুলনায় নকল ওষুধ বিক্রির দায়ে ৫ লাখ টাকা জরিমানা

খুলনা জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।