
কুয়েট সড়কের গভঃ ল্যাবরেটরি হাই স্কুল মোড়ে অবস্থিত মিজান একাডেমি’র চলতি বছর এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও মেধা বৃত্তি প্রদান করা হয়।
গতকাল শুক্রবার বিকালে একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত এ সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ মিজানুর রহমান। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডেন্টাল চিকিৎসক ডাঃ তোসলিম ইকবাল।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিক এম এ শফিক, প্রতিভা প্রি-ক্যাডেট স্কুলের সহকারী প্রধান শিক্ষক বাবু রামচন্দ্র মন্ডল ও সঞ্জয় কুমার মন্ডল। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রতিষ্ঠানের শিক্ষক রাফফানি ইসলাম রনি।
অনুষ্ঠানে ৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতি ভোজের আয়োজন করা হয়।


