
তিন বছরের ফুটফুটে শিশুকন্যা তোয়া। রাতে মা রুমি আক্তারকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিল সে। পাশেই শুয়ে ছিলেন বাবা মুক্তার আলী। কে জানত এই ঘুমই হবে তোয়ার শেষ ঘুম! ছুরি দিয়ে প্রথম আঘাতটি ছোট্ট তোয়ার হৃৎপিণ্ড বরাবর করা হয়। পরের আঘাত করা হয় পেটে। হৃদয়বিদারক এ ঘটনা ঘটে মায়ের চোখের সামনেই। আঘাত করা ব্যক্তি আর কেউ নন, তোয়ার জন্মদাতা বাবা স্বয়ং। গত রোববার রাত ১০টার দিকে ঘটনাটি ঘটে টাঙ্গাইলের ঘাটাইলের কাইতকাই দক্ষিণপাড়া গ্রামে।
ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক প্রিন্স মাহমুদ বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটির মৃত্যু হয়।
এলাকাবাসী জানায়, প্রায় সাত বছর ধরে মানসিক ভারসাম্যহীন মুক্তার আলী। মাঝেমধ্যে ভালো থাকেন, আবার অসুস্থ হয়ে পড়েন।
ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) সজল খান বলেন, আসামিকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।


