সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরা আব্দুল গণি একাডেমী স্কুলের শতবর্ষবরণ | চ্যানেল খুলনা

মাগুরা আব্দুল গণি একাডেমী স্কুলের শতবর্ষবরণ

“স্মৃতির টানে প্রিয় প্রাঙ্গনে, এসো মিলি প্রাণের বন্ধনে” এ শ্লোগানে মাগুরা আব্দুল গণি (এজি) একাডেমী স্কুলের শতবর্ষপূতি উৎসব উদযাপন হয়েছে।

শতবর্ষ পূর্তি উপলক্ষে শনিবার দিনব্যাপী নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় । সকালে স্কুল প্রাঙ্গন থেকে প্রত্যেক নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা গেঞ্জি টুপি নিয়ে বর্ণাঢ্য র‌্যালীতে অংশ নেয় । বর্ণাঢ্য এ র‌্যালীটি স্কুল প্রাঙ্গন থেকে শুরু হয়ে ভায়না মোড় ঢাকা রোড হয়ে শহর প্রদক্ষিণ শেষে নোমানী ময়দানে এসে শেষে হয়। র‌্যালীতে স্কুলের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা বাশিঁ, ঢোলসহ নানা সাজে সজ্জিত হয়ে নেচে গেয়ে উৎসব মুখর করে তোলে।

র‌্যালী শেষে শহরের নোমানী ময়দানে দ্বিতীয় পর্বের জাতীয় পতাকা উওোলন ও পায়রা-বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক মো: অহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ পরিকল্পনা কমিশনের সিনিয়র সচিব ড.নেয়ামত উল্যা ভুঁইয়া, প্রধান বক্তা ছিলেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ওবায়দুর রহমান, বিশেষ অতিথি ছিলেন, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: জাকির হোসেন, প্রভা হেলথ বাংলাদেশ লিমিটেডের চিফ মেডিকেল অফিসার ডা: সিমিন মজিদ হোসেন, সুইডেন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ড. জাহাঙ্গীর এ খান সোহেল, বাংলাদেশ পোষ্ট অফিস এ প্রকল্প পরিচালক প্রকৌশলী আনজির আহমেদ ও বিশিষ্ট ব্যবসায়ী প্রকৌশলী খায়রুল আনাম ।

এসময় বক্তব্য রাখেন মাগুরা আব্দুল গণি একাডেমীর প্রধান শিক্ষক মো: জহির হোসেন, অনুষ্ঠানের আহবায়ক এ্যাড. আহমেদ হোসেন ও সদস্য সচিব এ্যাড. সাহেদ হাসান টগর প্রমুখ ।

বিকালে তৃতীয় পর্বে বিদ্যালয়ের নবীন ও প্রবীণ শিক্ষার্থীরা অংশ নেয় স্মৃতিচারণ অনুষ্ঠানে । সন্ধ্যায় স্থানীয় ও বাইরের শিল্পীবৃন্দ মনোজ্ঞ সংগীত পরিবেশন করে। রাতে ফোটানো হয় আতশবাশি। অনুষ্ঠানে বিদ্যালয়ের ৫ শতাধিক শিক্ষার্থীরা অংশ নেয় ।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত

মাগুরায় পাঁচ দিনব্যাপী জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা শুরু

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপনে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ হয়েছে মাগুরা প্রেসক্লাব

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ থাকবে না: পীর সাহেব চরমোনাই

মাগুরায় ৬৬৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।