মাগুরা প্রতিনিধি : করোনা ভাইরাস প্রাদুর্ভাব এর মধ্যে দুই দিন ব্যাপি অসহায়, মধ্যবিত্ত, ও দরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ এর কার্যক্রম হাতে নিয়েছে মাগুরা জেলার স্বেচ্ছাসেবী সংগঠন বাংলার সৃজন। এরই ধারাবাহিকতায় প্রথম দিনে ৬০ টি মধ্যবিত্ত ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়েছে। প্রতিটি ঈদ উপহার প্যাকেটে ছিল, ২ কেজি মিনিকেট চাউল, ১ কেজি পোলাও এর চাউল, ১ কেজি চিনি, ১ কেজি তেল, ২ প্যাকেট গুড়ো দুধ, ২ প্রকার সেমাইসহ, একটি করে মুরগী।এ ঈদ উপহার সামগ্রী বিতরণে উপস্থিত ছিলেন, বাংলার সৃজন পরিবারের সদস্যবৃন্দ।
“বাংলার সৃজন” এর পক্ষ থেকে জানানো হয়, প্রথম দিনে আমরা ৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি । এবংদ্বিতীয় দিনে আরো ১০০ টি অসহায়, গরীব, ও করোনায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করবো। মাগুরা শহরতলীর পারনান্দুয়ালীতে অবস্থিত বাংলার সৃজন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানটি করোনা ভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকে ধারাবাহিক ভাবে বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করে যাচ্ছে।


