মাগুরায় নানা কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার সকালে স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মাগুরা ২৫০ শয্যা হাসপাতালে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেয় ও হাসপাতালের সামনে বৃক্ষরোপণ কর্মসূচি করে।
পরে শহরের নোমানী ময়দান থেকে একটি বর্ণাঢ্য র্্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক গোলাম জাহিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ, সদস্য সচিব মনোয়ার হোসেন খান, যুগ্ম-আহবায়ক আলমগীর হোসেন, জেলা বিএনপির সদস্য কুতুব উদ্দিন, মাসুদ হাসান খান কিজিল, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আব্দুর রহিম, সিনিয়র যুগ্ন আহবায়ক হাসানুর রহমান হাসু, যুবদলের সহ-সভাপতি আমিরুল ইসলাম, নুরুল ইসলাম সুমনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।