সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরায় শহীদ "রাব্বির" খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ | চ্যানেল খুলনা

মাগুরায় শহীদ “রাব্বির” খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 128;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 42;

২৪ এর জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আওয়ামী সরকার পতনের আন্দোলনে মাগুরায় শহীদ হন ছাত্রনেতা মেহেদী হাসান রাব্বি।

শহীদ রাব্বির খুনিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার দুপুরে মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সামনে থেকে জজ আদালত অভিমুখে একটি বিক্ষোভ মিছিল বের হয়।

এ সময় মিছিল শেষে জজ আদালতের সামনে সমাবেশে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ আব্দুর রহিম, সরকারি হো: শ: সো: কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম শফিক, এ সময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, শহীদ মেহেদী হাসান রাব্বি দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন। তার খুনিরা এখনো প্রকাশ্যে ঘোরাফেরা করছে। সোশ্যাল মিডিয়ায় দেশবিরোধী চক্রান্তে সোচ্চার রয়েছে। প্রশাসন তাদেরকে গ্রেফতার না করে নিরব ভূমিকায় রয়েছে। বিক্ষোভকারীরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, রাব্বির খুনিদের দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। এবং জেলা আইনজীবী সমিতির সভাপতি-সম্পাদকের দৃষ্টি আকর্ষণ করে বলেন, শহীদের রক্তের দাগ এখনো শুকায়নি, ফ্যাসিস্ট আওয়ামী সরকারের এ সকল খুনিদের পক্ষে কোন আইনজীবীকে মামলায় অংশগ্রহণ না করার জন্য আহ্বান জানান বক্তারা।

এ ঘটনায় গত (১৩ আগস্ট ) নিহত শহীদ রাব্বির ভাই ইউনুস আলী মাগুরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এই হত্যা মামলায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য মাগুরা-১ সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ বীরেন শিকদারসহ ১৩ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৫০ থেকে ২০০ জনকে আসামি করা হয়েছে।

হত্যা মামলার অন্য আসামিরা হলেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রুহুল আমীন, জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক শেখ রেজাউল ইসলাম, যুবলীগের কর্মী পারনান্দুয়ালী গ্রামের বাসিন্দা রথী মোল্লা, বরুনাতৈল গ্রামের আজিম, যুবলীগ নেতা মীর রাশেদুল ইসলাম সুমন, পারনান্দুয়ালী গ্রামের হেদায়েত কোরাইশ, বরুনাতৈল গ্রামের আজিজুল, জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শিশির অধিকারী, বরুনাতৈল গ্রামের রাকিব ও পারলা গ্রামের তৌহিদ মোল্যা।

এই হত্যা মামলায় গত ৯ মাসে পুলিশ তিনজন আসামিকে গ্রেফতার করেছে।

শহীদ মেহেদী হাসান রাব্বি মাগুরা জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সম্পাদক ছিলেন। সে মাগুরা পৌরসভার বরুণাতৈল গ্রামের মৃত ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে।

উল্লেখ্য, মাগুরায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে স্থানীয় জনতা ও দলের নেতাকর্মীদের সাথে মিছিলের সামনে এগিয়ে গেলে গুলিবিদ্ধ হয়ে শহীদ হন জেলা ছাত্রদলের সিনি: যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বি(৩৫)। গত ৪ আগস্ট মাগুরা শহরের ঢাকা রোড ব্রিজ এলাকায় গুলিবিদ্ধ হয়ে শহীদ হন তিনি।সাতক্ষীরার তালায় বজ্রপাতে একজন নিহত

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত

মাগুরায় পাঁচ দিনব্যাপী জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা শুরু

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপনে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ হয়েছে মাগুরা প্রেসক্লাব

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ থাকবে না: পীর সাহেব চরমোনাই

মাগুরায় ৬৬৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।