সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ১ !!! | চ্যানেল খুলনা

মাগুরায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র ও মাদক উদ্ধার, গ্রেফতার ১ !!!

মাগুরা সদরের ভিটাসাইর গ্রামে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্র ও মাদকসহ একজনকে আটক করেছে যৌথ বাহিনীর সদস্যরা।

মঙ্গলবার (২৪ জুন) দুপুরে সেনা ক্যাম্পের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাগুরা জেলা সদরের ভিটাসাইর গ্রামে অভিযান চালিয়ে জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে যৌথ বাহিনীর সদস্যরা।

অভিযানে পরিচালনাকালে দেশী তৈরি ১ টি ওয়ান শুটার গান, ১ টি কার্তুজ, ১ টি রামদা ও ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ আবু তাহের সবুজকে গ্রেফতার করা হয়।

এর আগে গত ১৬ জুন ২০২৫ তারিখ দুপুর ২ টায় জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সদর থানার ভিটাসাইর গ্রামের আবু তাহের সবুজ (৩৪) এর বাসায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি অস্ত্র অভিযান পরিচালনা করা হয়। তবে, উক্ত অভিযানে তল্লাশি চালিয়ে কোনও অস্ত্র পাওয়া না যাওয়ায় তাকে গ্রেফতার না করে মুচলেকা গ্রহণ করতঃ ছেড়ে দেয়া হয়।

এরই সূত্র ধরে অদ্য ২৪ জুন ২০২৫ তারিখ সকাল ১১: ১০ ঘটিকায় ক্যাম্পে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর আসে যে, আবু তাহের সবুজ (৩৪) তার বাড়ির সামনে একটি বিক্ষোভ সমাবেশ করছে। প্রথমে বিক্ষোভ এর উদ্দেশ্য *“স্বৈরাচারি খুনি হাসিনার দোসর মাফিয়া শেখর সহ সকল আওয়ামী সন্ত্রাসীদের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ”* এই ব্যানার অনুযায়ী হওয়ার কথা শোনা গেলেও যৌথবাহিনীর অভিযান এর প্রতিবাদ করার জন্য এই বিক্ষোভ সমাবেশটি আয়োজন করা হয়েছে বলে জানা যায়। এই প্রেক্ষিতে যৌথ বাহিনীর এর নেতৃত্বে একটি টহলদল ঘটনাস্থলে গেলে সেখানে কিছু সংখ্যক (আনুমানিক ৬০-৭০ জন) লোকের জনসমাগম দেখা যায়। প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী সেখানে কোন ব্যানার বা অন্য কোন প্রস্তুতি দেখা যায়নি। সেনাবাহিনীর উপস্থিতিতে লোকজন তড়িঘড়ি করে সেই স্থান ত্যাগ করতে উদ্যত হলে জিজ্ঞাসাবাদের জন্য তাৎক্ষণিক ভাবে কয়েকজনকে ধরা হয়। তারা কেউই কোনও রাজনৈতিক দলের নয়, বরং তাদেরকে অর্থের বিনিময়ে সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান দেয়ার জন্য ভাড়া করে আনা হয়েছে বলে তারা জানায়। পরবর্তীতে তাদেরকে ছেড়ে দেয়া হয়। কিন্তু ষড়যন্ত্রকারী আবু তাহের সবুজ (৩৪) কে জিজ্ঞাসাবাদের জন্য ক্যাম্পে নিয়ে আসা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে আবু তাহের সবুজ প্রদত্ত তথ্যের ভিত্তিতে তার নিজ বাড়িতে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে যৌথবাহিনী কর্তৃক তল্লাশি করা হয়। উক্ত তল্লাশিতে একটি ওয়ান শুটার গান, এক রাউন্ড তাজা কার্তুজ, একটি চাপাতি ও ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটককৃত আবু তাহের সবুজ (৩৪), ভিটাসাইর গ্রামের লোকমান শেখের ছেলে।

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত

মাগুরায় পাঁচ দিনব্যাপী জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা শুরু

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপনে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ হয়েছে মাগুরা প্রেসক্লাব

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ থাকবে না: পীর সাহেব চরমোনাই

মাগুরায় ৬৬৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।