মাগুরায় প্রযুক্তি নির্ভর যুবশক্তি বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে মাগুরায় যুব উন্নয়ন অধিদপ্তর মাগুরা জেলা কার্যালয়ের পোশাক তৈরি (৩ মাস), ইয়ুথ কিচেন ও ফ্রি ল্যান্সিং (১ মাস) মেয়াদি এবং যুব প্রশিক্ষণ কেন্দ্রের ৩ মাস মেয়াদি আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান করা হয়। বুধবার ৮ অক্টোবর দুপুর ১২ টার সময় মাগুরা যুব ভবন হলরুমে মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজনে আবাসিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী হয়।
প্রশিক্ষণ কোর্সের সভাপতিত্ব করেন মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর উপপরিচালক (অতিঃ দাঃ) মোঃ ইলিয়াসুর রহমান।
প্রধান অতিথি হিসেবে অনলাইনে উপস্থিত ছিলেন, ঢাকা যুব উন্নয়ন অধিদপ্তর পরিচালক (প্রশিক্ষণ) একে এম মফিজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর যুব প্রশিক্ষণ কেন্দ্র ডেপুটি কো-অর্ডিনেটর মোঃ মাহবুবুর রহমান, মাগুরা যুব উন্নয়ন অধিদপ্তর সহকারী পরিচালক মোঃ আরব আলী।
এছাড়াও উপস্থিত ছিলেন প্রশিক্ষণার্থী বৃন্দগণ প্রমুখ।