সব কিছু
facebook channelkhulna.tv
খুলনা বুধবার , ১৯শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ৩রা সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
মাগুরায় জিম্মিদশা থেকে পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছে যৌথ বাহিনী | চ্যানেল খুলনা

মাগুরায় জিম্মিদশা থেকে পাঁচ ব্যবসায়ীকে উদ্ধার করেছে যৌথ বাহিনী

ব্যবসার কাজে গোপালগঞ্জ থেকে মাগুরায় এসেছিলেন পাঁচ ব্যবসায়ী যুবক। সদর উপজেলার সাজিয়াড়া গ্রামে একটি বাসা ভাড়া নিয়েছিলেন পাঁচ ব্যবসায়ী যুবক। গত মঙ্গলবার তাদেরকে জিম্মি করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে স্থানীয় কিছু যুবক। জিম্মি হওয়া পাঁচ ব্যবসায়ীর উপর রাতভর চলে নির্যাতন। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে জিম্মি করে রাখা রুমের দরজার তালা ভেঙে ওই পাঁচ যুবককে উদ্ধার করে মাগুরা সেনা ক্যাম্পের সদস্যরা।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ইশতিয়াক আহমেদ শান্ত (২৭) নামে এক যুবককে আটক করে সেনাবাহিনীর সদস্যরা। আটকৃত ব্যক্তি একই এলাকার রফিকুল ইসলামের ছেলে।

এ ঘটনায় জিম্মি থেকে উদ্ধার হওয়া পাঁচ ব্যবসায়ী যুবক হচ্ছেন, গোপালগঞ্জ সদর উপজেলার বড়ফা গ্রামের রাজীব সরদার (২৪), হৃদয় সরদার (২১), বাবু শেখ (২৪), ওসমান শেখ (২৪) ও রিয়াদ ইসলাম (২৩)।

তারা গত ২১ মে বিভিন্ন ধরণের ইলেক্ট্রনিক্স সামগ্রী বিক্রির উদ্দেশ্যে মাগুরায় আসেন এবং সাজিয়াড়া এলাকায় ‘এম এস ছাত্রাবাস’ নামে একটি মেসে দুটি কক্ষ ভাড়া নেন। গত মঙ্গলবার সন্ধ্যায় ওই এলাকার ইশতিয়াক আহমেদ শান্তসহ ৮ থেকে ১০ জন তাঁদেরকে বাড়িতে জিম্মি করে নির্যাতন করে। তাঁদেরকে মারধোর করার পাশাপাশি হত্যার হুমকি দেওয়া হয়। বাড়িতে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ আদায় করতে বলা হয় বলেও অভিযোগ মুক্তি পাওয়া ওই পাঁচ যুবকের।

মাগুরা সেনাক্যাম্প সূত্রে জানা গেছে, ওই যুবকদের আটকে মারধোর করার একটি ভিডিও চিত্র তাঁদের হাতে আসে। সেখানে দেখা যাচ্ছে, চার যুবককে পাশাপাশি দেওয়ালের দিকে দুহাত উঁচু করে দাড় করিয়ে একজন লাঠি দিয়ে তাঁদেরকে পেটাচ্ছে। বুধবার দুপুরে খবর পেয়ে সাজিয়াড়া গ্রামের ‘এম এস ছাত্রাবাস’ ও তাঁর পাশে মোঃ মহসিন নামে একজনের বাড়ি থেকে তালা ভেঙে ওই পাঁচ যুবককে উদ্ধার করা হয়। পরে এম এস ছাত্রাবাস নামে ওই মেস বাড়ি থেকে মাদক সেবনে ব্যবহৃত ফয়েল পেপার, কলকে, নির্যাতনে ব্যবহৃত লাঠি ও দেশীয় অস্ত্র জব্দ করে সেনাবাহিনী। রাত ১০টার দিকে আটক যুবক ও জব্দ করা মালামাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আইয়ুব আলী জানান, মাগুরা ক্যাম্পের সেনাবাহিনী ও সদর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ওই পাঁচ যুবককে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়া দিন রয়েছে।এসির উদ্যোগে বিএসি’র স্ট্যান্ডার্ড-৩ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

https://channelkhulna.tv/

মাগুরা আরও সংবাদ

মাগুরায় প্রাথমিক চিকিৎসা ও সচেতনতা শীর্ষক মহড়া অনুষ্ঠিত

মাগুরায় পাঁচ দিনব্যাপী জাতীয় ‘বি’ দাবা প্রতিযোগিতা শুরু

মাগুরায় স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

জুলাই পুনর্জাগরণ বৃক্ষরোপনে বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে শ্রেষ্ঠ হয়েছে মাগুরা প্রেসক্লাব

পিআর পদ্ধতিতে নির্বাচন হলে দেশে আর ফ্যাসিবাদ থাকবে না: পীর সাহেব চরমোনাই

মাগুরায় ৬৬৭ জন জিপিএ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে ইসলামী ছাত্র শিবিরের সংবর্ধনা

চ্যানেল খুলনা মোবাইল অ্যাপস ডাউনলোড করুন  
সম্পাদক: মো. হাসানুর রহমান তানজির
It’s An Sister Concern of Channel Khulna Media
© ২০১৮ - ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত | চ্যানেল খুলনা.বাংলা, channelkhulna.com.bd
যোগাযোগঃ ৫ কেডিএ বানিজ্যিক এলাকা, আপার যশোর রোড, খুলনা।
প্রধান কার্যালয়ঃ ৫২/১, রোড- ২১৭, খালিশপুর, খুলনা।
ফোন- 09696-408030, 01704-408030, ই-মেইল: channelkhulnatv@gmail.com
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য অধিদফতরে অনলাইন নিউজ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদিত।