‘দেশি ফল বেশি খাই’ আসুন ফলের গাছ লাগাই’ এই প্রতিপাদ্য নিয়ে মাগুরায় জাতীয় ফল মেলার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফচন) সকাল ১০ টায় জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি মাগুরা’র আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি মাগুরার উপ পরিচালক মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক মোঃ অহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার হাসিবুল হাসান, মসলা গবেষণার প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ডঃ মোঃ আশরাফুল আলম, সদর থানা কৃষকদলের আহ্বায়ক এহসানুল হক পলাশ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক রকিবুল ইসলাম।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের দেশে ১২৫ লক্ষ মেট্রিক টন ফল উৎপাদন হয়, তবে চাহিদা বেশি থাকায় আমাদেরকে দেশের বাইরে থেকেও ফল আমদানি করতে হয়। তাই আমাদের সকলের উচিত কোন জায়গা পতিত না রেখে ফলজ গাছ লাগানো।
এই মেলা চলাকালীন সময়ে দর্শনার্থীরা ফল চাষের বিভিন্ন প্রযুক্তি সম্পর্কে জানার পাশাপাশি রাসায়নিকমুক্ত ফলও কিনতে পারবেন মেলা থেকে।